৫০০০ এর মাইফলক ছুঁলেন কোহলি
২২ নভেম্বর ২০১৯ ২০:০১ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ২০:০৪
সাদা পোশাক ভারত দলের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন সেই ২০১৪ সালে। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ৫৩ তম ম্যাচে। করেছেন অজস্র রেকর্ড। সেই রেকর্ডের সাথে যুক্ত হল আজ (২২ নভেম্বর) নতুন এক রেকর্ড।
চলমান ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের ১ম দিনে ভারত দলের অধিনায়ক হিসেবে ৫০০০ রান করার গৌরব অর্জন করলেন এই ব্যাটসম্যান। দলের দায়িত্ব কাঁধে নেবার পর বাকিদের চেয়ে সবচেয়ে বেশি সফল হয়েছেন তিনিই। ৫২ ম্যাচের ভেতর ৩২ টি ম্যাচেই জিতিয়েছেন দলকে। মাত্র ১০ টি টেস্টে দল পেয়েছে পরাজয়ের স্বাদ। আর একটি টেস্ট বর্তমানে চলমান বাংলাদেশের বিপক্ষে।
৬০.৩৭ শতাংশ জয়ে নিঃসন্দেহে বর্তমানে নিয়মিত অধিনায়কদের ভেতর তিনি সেরা অধিনায়ক। সফলতার দিক থেকে তার পরই অবস্থান করছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৬০ ম্যাচে ৪৫ শতাংশ জয়ে দ্বিতীয় সফল অধিনায়ক তিনি।
কোহলি-ধোনি জয় টেস্ট বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ভিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি রেকর্ড