Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতিল হলো ইডেন টেস্টের ‘প্যারাট্রুপারদের শো’


২২ নভেম্বর ২০১৯ ১১:২৪

অভিষেক দিবারাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে যা যা করা প্রয়োজন তার সবটুকুই করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতাকে বলা হয় ‘দ্য সিটি অব জয়’ আর সেখানেই বাংলাদেশ এবং ভারত দুই দলেরই অভিষেক ঘটছে গোলাপি বলের টেস্টে। আর এই ম্যাচকে ঘিরে বাড়তি আমেজ সৃষ্টি হয়েছে দু’দেশের ক্রিকেট ভক্তদের মধ্যেই। আর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল যেন আরও এক ধাপ এগিয়ে।

এই ম্যাচকে ঘিরে নানান আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানানো হয়েছিল ইডেন টেস্টে টসের আগে আকাশ থেকে প্যারাট্রুপাররা মাঠের মধ্যে নেমে গোলাপি বল তুলে দেবেন ভারত ও বাংলাদেশ দলের অধিনায়কের হাতে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে প্যারাট্রুপারদের ‘শো’ বাতিল করতে বাধ্য হচ্ছে সিএবি।

বিজ্ঞাপন

সিএবি জানিয়েছে ম্যাচ শুরুর দিনও নিরাপত্তার ছাড়পত্র পায়নি তারা। আর এই কারণেই ‘প্যারাট্রুপার শো’ বাতিল করতে বাধ্য হচ্ছেন তারা।

ইডেন টেস্ট কলকাতা টেস্ট টপ নিউজ প্রথম দিবারাত্রির টেস্ট বাংলাদেশ বনাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর