লজ্জার ইতিহাস দেখল ভারতীয় ক্রিকেট
২১ নভেম্বর ২০১৯ ১৬:৫৩ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৮:০৭
ক্রিকেট বিশ্বকে সবচেয়ে লজ্জাজনক ক্রিকেটীয় ইতিহাসের সাক্ষী করল ভারত। খেলা চলছিল মুম্বাইয়ের চিল্ড্রেনস ওয়েলফেয়ার স্কুল এবং স্বামী বিবেকানন্দ স্কুলের মধ্যে। মুম্বাইয়ের আজাদ মাঠে স্বামী বিবেকানন্দ স্কুলের দেওয়া ৭৬১ রানের টার্গেটে খেলতে নেমেছিল চিল্ড্রেনস ওয়েলফেয়ার স্কুল। কিন্তু বিপত্তি বাঁধে তখনই। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চিল্ড্রেনস ওয়েলফেয়ার স্কুলের ১০ ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান শূন্য রানে।
হ্যা ঠিকই দেখছেন। শূন্য রানে প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকে আউট করে দেন স্বামী বিবেকানন্দ স্কুলের বোলাররা। মুম্বাইয়ের স্কুলটির স্কোরবোর্ডে রান হয় ৭; যার সবগুলোই এসেছে বোলারদের দেওয়া অতিরিক্ত রানের সুবাদে। ফলে ৭৫৪ রানের বড় জয় পায় স্বামী বিবেকানন্দ স্কুল।
বিবেকানন্দ স্কুলের হয়ে ৬ উইকেট তুলে নেন মিডিয়াম পেসার অলোক পাল। অধিনায়ক বরোদ ভাজে নেন দুটি উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে বিবেকানন্দ স্কুল ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭৬১ রান। ৩৩৮ রানে অপরাজিত থাকেন মীত মায়েকার। তিন ঘণ্টায় ৪৫ ওভারের নির্ধারিত খেলায় ৬ ওভার কম বল করার জন্য শাস্তি হিসেবে আরও ১৫৬ চাপিয়ে দেওয়া হয় চিলড্রেনস ওয়েলফেয়ার স্কুলের ওপর।