গোলাপী বলে খেলতে কলকাতায় পৌঁছেছে মমিনুল বাহিনী
১৯ নভেম্বর ২০১৯ ১৯:১৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৯:১৪
প্রথমবারের মত গোলাপী বলে দিবা রাত্রির টেস্ট খেলতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে কলকাতায় পৌঁছায় টাইগাররা। বাংলাদেশ দলের সাথে ভারতীয় ক্রিকেট দলও এসে পৌঁছায় আজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারায় ভারত। ২২ তারিখ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে। এইদিন দুই দলেরই গোলাপী বলের টেস্টে অভিষেক হবে।
ঐতিহাসিক এই টেস্টে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সেই সাথে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিয়ানায়ক মাশরাফি বিন মুর্ত্তোজা। ঘণ্টা বাজিয়ে এই টেস্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও এই টেস্টের টস হবে স্বর্ণের কয়েন দিয়ে। ট্রফি নামবে হেলিকপ্টারে করে আকাশ থেকে। এছাড়াও আরও অনেক আয়োজন করা হয়েছে এই টেস্টকে ঘিরে।
তবে সব কিছু ছাপিয়ে টাইগারদের দৃষ্টি থাকবে ইন্দোরের স্মৃতি ভুলে গিয়ে টেস্ট নিজেদের করে নিতে।
ইডেন গার্ডেনস কলকাতা টেস্ট গোলাপী বলে টেস্ট বাংলাদেশ ভারত টেস্ট মাশরাফি বিন মুর্ত্তোজা