Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে খুলনা টাইগার্সের টাইটেল স্পন্সর প্রিমিয়ার ব্যাংক


১৯ নভেম্বর ২০১৯ ০০:০৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০০:১৬

টি-টোয়েন্টির দেশীয় আসর বিপিএলের সপ্তম সংস্করণ ‘বঙ্গবন্ধু বিপিএলে’ ‘খুলনা টাইগার্স’ দলের টাইটেল স্পন্সর হয়েছে প্রিমিয়ার ব্যাংক। এরই মধ্যে বিপিএলের প্লেয়ারর্স ড্রাফটে অংশ নিয়ে পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়ে পূর্ণাঙ্গ দল তৈরির কাজ শুরু করেছে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সম্মানে বিপিএলের এবারের আসরটি ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে শুরু হবে আগামী ১১ ডিসেম্বর।

বিজ্ঞাপন

প্রিমিয়ার ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলটা টাইগার্সের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড়, কোচিং স্টাফ, ফিজিও নিয়োগসহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিসিবি’র নিয়ম ও সময় মেনে সব কার্যক্রম পর্যায়ক্রমে চলতে থাকবে।

বিপিএল আয়োজনের প্রক্রিয়া শুরু হলে বিজ্ঞাপনি সংস্থা মাইন্ড ট্রি’র কাছ থেকে টাইটেল স্পন্সরশিপ কিনে নেয় প্রিমিয়ার ব্যাংক।

বিপিএলে প্রথমবারের মতো টাইটেল স্পন্সর হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম (এফসিএমএ) বলেন, ক্রিকেট নামের খেলাটির প্রতি বাঙালির ভালোবাসার কথা আমরা সবাই জানি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে ‘প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স’ দলের মাধ্যমে বাংলাদেশের বহুল জনপ্রিয় খেলা ক্রিকেটের সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত। বিপিএলের মতো আসর ক্রিকেটের জন্য তো বটেই, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া খুলনা টাইগার্স দলের খেলোয়াড় তালিকা

মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), রবি ফ্রাইলিংক (দক্ষিণ আফ্রিকা), শামসুর রহমান, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির (পাকিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), আলিয়াস আল ইসলাম, তানভির ইসলাম, রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।

খুলনা টাইগার্স প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স বঙ্গবন্ধু বিপিএল বিপিএল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর