Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় লিড রংপুরের, পিছিয়ে রয়েছে বরিশাল


১৮ নভেম্বর ২০১৯ ১৮:২৮

জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিনে রাজশাহীর বিপক্ষে ২৪৮ রানের লিড নিয়েছে রংপুর। অপরদিকে ১ম ইনিংসে ঢাকা মহানগরের দেয়া ৪৬৬ রানের জবাবে ২য় ইনিংসে ২২ রানে পিছিয়ে রয়েছে বরিশাল।

রাজশাহী জাতীয় স্টেডিয়ামে ৫০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে রাজশাহী বিভাগ। ফরহাদ হোসেনের ৭৫ এবং অভিষেক মিত্রর ৬৭ রানে ভর করে ২৫৪ রানে থামে রাজশাহীর ইনিংস। রংপুরের হয়ে আরিফুল হক নেন ৬ টি উইকেট।

২০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় রংপুর। ইনিংসের ১ম বলেই ওপেনার মেহেদী মারুফকে শাখির হোসেনের তালুবন্দি করেন দেলোয়ার হোসেন। তবে পরিস্থিতি সামাল দিয়ে ঘুরে দাড়ায় রংপুর। তানবীর হায়দারের অপরাজিত ৭২ রানে ভর করে ৬ উইকেটে ২২৮ রান করে দিন শেষ করে রংপুর। দেলোয়ার নেন ৪ টি উইকেট।

এদিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৫২ রানের লিড পায় ঢাকা মহানগরী। বরিশালের করা ৪১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শামসুর রহমানের ১০৩, মার্শাল আইয়ুবের ১০৯ এবং আল-আমিন জুনিয়রের ৯২ রানে ভর করে  ৪৬৬ রানে থামে ঢাকার রানের চাকা। সোহাগ গাজী নেন তিনটি উইকেট।

জবাবে দ্বিতীয় ইনিংসে নেমে ৩০ রানে তিন উইকেট হারিয়ে দিন শেষ করে বরিশাল।

জাতীয় ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর