প্রতিপক্ষকে ২৭ গোল দেওয়ায় বরখাস্ত হলেন কোচ
১৮ নভেম্বর ২০১৯ ১৬:০১ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৫:৪৭
দলের খেলোয়াড়দের গোল মেশিন বানিয়ে রীতিমতো বিপাকেই পড়ে গেলেন ইতালির যুব ক্লাব ইনভিক্টাসরোর কোচ মাসমিলিয়ানো রিক্কিনি। প্রতিপক্ষের জালে ২৭ বার বল জড়ানোর কারণে বরখাস্ত হতে হয়েছে এই কোচকে।
ঘটনাটি ঘটে ইনভিক্টাসরো এবং ক্যালসিওর ম্যাচ চলাকালীন সময়ে। কোচের মন্ত্রণায় এতটাই কাজে লাগিয়েছে ইনভিক্টাসরোর খেলোয়াড়েরে যে ক্যালসিওরকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে। এত গোল দেবার কারণে দলটির প্রশাসন তাদের কোচকে বরখাস্ত করেছে। কারন হিসেবে তারা বলেছে ২৭ গোল দেবার কারণে প্রতিপক্ষের মর্যাদাহানী ঘটেছে। তাদেরকে অসম্মান করা হয়েছে। এই কারণে তারা তাদের কোচকে বরখাস্ত করছে।
ইনভিক্টাসরো সভাপতি পাওলো ব্রোগেলি জানান, খেলোয়াড়েরা দেখছে যে ক্যালসিওর গোল করার সামর্থ নেই। তারপরও বারবার তাদের গোল দিয়েই যাচ্ছিল তারা। ভাল ব্যাবধানে এগিয়ে থাকার পর মাসমিলিয়ানোর উচিত ছিল তার শিষ্যদের থামানো যেটি সে করেনি। প্রতিপক্ষকে সর্বদা সম্মান করা উচিত। আমি মারিনা ক্যালিসিওর কাছে ক্ষমাপ্রার্থী।
তিনি আরও বলেন যে কোচের দায়িত্ব খেলা অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের নৈতিকতা শেখানোও। এই জায়গাতে মাসমিলিয়ানো সম্পূর্ণই ব্যর্থ।