Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠেই আরাফাত জুনিয়রকে পেটালেন শাহাদাত


১৮ নভেম্বর ২০১৯ ১৪:০০ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৪:১৮

পেসার শাহাদাত হোসেনের উগ্র মেজাজের কথা কম বেশি সবাই জানেন। বছর চারেক আগে গৃহকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে জেল খেটেছেন। ২০১৭ সালে এক সিএনজি চালককে দিনে দুপুরে লাঞ্ছিত করে আবারও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন। মাঝখানে বছর দেড়েক ভালোই ছিলেন। এবার শিরোনাম হলেন মাঠে সতীর্থ প্লেয়ারকে পিটিয়ে।

ঘটনাটি ঘটেছে গতকাল (১৭ নভেম্বর)। জাতীয় লিগের ম্যাচ চলাকালীন টিমমেট আরাফাত সানি জুনিয়রকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গেছে, রোববার (১৭ নভেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ চলাকালীন বোলিংয়ের সময় আরাফাত সানি জুনিয়রকে বল ঘসে দিতে বলেন ঢাকা বিভাগের এই পেসার।

বিজ্ঞাপন

আরাফাত সানি তাতে গরিমসি দেখালে ক্ষিপ্ত হয়ে মাঠের মধ্যেই তাকে কয়েক দফা চড় থাপ্পড় মারেন শাহাদাত। উপস্থিত দুই দলের অন্যান্যরা তাকে থামাতে গিয়েও প্রথমে ব্যর্থ হন। পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

বিষয়ের সত্যতা জানতে ম্যাচ রেফারি আখতার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, আমি বিষয়টি আমার প্রতিবেদনে উল্লেখ করেছি। ব্যবস্থা নেবে বোর্ড।

ক্রিকেটার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টপ নিউজ শাহাদাত হোসেন সতীর্থকে পেটানো

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর