টর্নেডো গেইলকে পেল চট্টগ্রাম, মুজিব-উর রহমান কুমিল্লায়
১৭ নভেম্বর ২০১৯ ২০:২৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ২০:৩৬
বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে প্রথম বিদেশি ক্রিকেটার ক্যাটাগরির কলে ক্যারিবীয় টর্নেডো ক্রিস গেইলকে পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিকে দুধর্ষ আফগান ওপেনার হযরত উল্লা জাজাইকে ডেকে নিয়েছে রাজশাহী রয়্যালস। এবং আফগান ঘূর্ণি যাদুকর মুজিব উর হমানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।
ড্রাফটে মোট তিনটি রাউন্ডের ছয় দফা কল শেষে কে কোন দলে ডাক পেল আসুন দেখে নেই।
ঢাকা প্লাটুনস:তামিম ইকবাল,এনামুল হক বিজয়,হাসান মাহমুদ,মেহেদি হাসান, থিসারার পেরারা, লরি ইভানস
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স:মাহমুদউল্লাহ রিয়াদ,ইমরুল কায়েস,নাসির হোসেন,রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস
রাজশাহী রয়্যালস:লিটন দাস,আফিফ হোসেন,আবু যায়েদ রাহি,ফরহাদ রেজা, রবি বোপারা, হযরত উল্লাহ জাজাই
সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন সৈকত,মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু,সোহাগ গাজী, শারফিন রাদারফোর্ড, শফিকু্ল্লাহ শাদাত,
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত,আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, বরি ফ্রাইলিংক
রংপুর রেঞ্জার্স :মোস্তাফিজুর রহমান,নাইম শেখ,আরাফাত সানি,জহুরুল ইসলাম, মোহাম্মদ নবী, শাই হোপ
কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী,সাব্বির রহমান, কুশল পেরেরা, মুজিব উর রহমান।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু বিপিএলসে সামনে রেখে রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে শুরু হয়েছে প্লেয়ারদের নিলাম।