তামিম ঢাকায়, মুশি খুলনায়, ফিজ রংপুরে
১৭ নভেম্বর ২০১৯ ১৯:২৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ২০:২৮
১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ারর্স ড্রাফটের প্রথম কলটি ছিল খুলনা টাইগার্সের। বন্দরনগরীর দলটি প্রথম প্লেয়ার হিসেবে এ প্লাস ক্যাটাগরি থেকে ডেকে নিয়েছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয় কলটি ছিল ঢাকা প্লাটুনের। তাদের পছন্দের প্লেয়ার একই ক্যাটাগরির তামিম ইকবাল।
তৃতীয় কলটি ছিল রংপুর রেঞ্জার্সের। তার ডেকে নেয় এ ক্যাটাগারিতে থাকা লিটন দাসকে। চতুর্থ কলে মাহমুদউল্লাহ রিয়াদকে ডেকে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পঞ্চম কলটি ছিল রংপুরে রেঞ্জার্সের। তাদের পছন্দের তালিকায় প্রথম ছিল মোস্তাফিজুর রহমান।
ষষ্ঠ কলে সৌম্য সরকারকে তুলে নেয় কুমিল্লা ওয়ারিয়র্স। আর সপ্তম কলে মোসাদ্দেকের ডাক পড়ে সিলেট থানডার্সে।
রিভার্স কলে; সিলেট সিক্সার্সে-মোহাম্মদ মিঠুন, কুমিল্লায় আল আমিন হোসেন, রংপুরে নাইম শেখ, চট্টগ্রামে ইমরুল কায়েস, রাজশাহীতে আফিফ হোসেন, ঢাকায় এনামুল হক বিজয় ও খুলনা টাইগার্সে ডাক পান-শফিউল ইসলাম।