শুরু হল ‘বঙ্গবন্ধু বিপিএল’র প্লেয়ার্স ড্রাফট
১৭ নভেম্বর ২০১৯ ১৮:৫৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৯:৫৯
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় রাখতে যে বিস্তর কর্মসূচী বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতে নিয়েছে তার প্রথমটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিশেষ এই বিপিএলকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় লোগো উন্মোচন হয়ে গেছে। আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট বা প্লেয়ার নিলাম।
LIVE দেখুন এখানে
‘বঙ্গবন্ধু বিপিএল’-২০১৯ ক্রিকেট আসরের যে সাতটি দল অংশ নিচ্ছে তারা হল; যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন,চট্রগ্রাম চ্যালেঞ্জার্স,রাজশাহী রয়্যালস,সিলেট থান্ডার, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
সাতটি দল ৬২০ জন ক্রিকেটারের মধ্য থেকে দল সাজানোর সুযোগ পাবে। ড্রাফটসে দেশী খেলোয়াড় সংখ্যা ১৮১। এই ১৮১ জনকে মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
‘A+, ক্যাটাগরির খেলোয়াড় মূল্য- ৫০ লাখ। (৪ জন)
‘A, ক্যাটাগরির খেলোয়াড় মূল্য- ২৫ লাখ। (৯ জন)
‘B’ ক্যাটাগরির খেলোয়াড় মূল্য- ১৮ লাখ।(২৪ জন)
‘C, ক্যাটাগরির খেলোয়াড় মূল্য- ১২ লাখ।(৪১ জন)
‘D, ক্যাটাগরির খেলোয়াড় মূল্য- ৮ লাখ।(৫৯ জন)
‘E, ক্যাটাগরির খেলোয়াড় মূল্য- ৫ লাখ। (৪৪ জন)
দেশিদের মতো বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৫টি ক্যাটাগরিতে। ৪৩৯ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে ড্রাফটে।
‘A+’ক্যাটাগরির ক্রিকেটার মূল্য- ১ লাখ ডলার।
(১১ জন)
‘A’ ক্যাটাগরির ক্রিকেটার মূল্য- ৭০ হাজার ডলার।
‘B, ক্যাটাগরির ক্রিকেটার মূল্য- ৫০ হাজার ডলার।
‘C’ ক্যাটাগরির ক্রিকেটার মূল্য- ৩০ হাজার ডলার।
‘D’ ক্যাটাগরির ক্রিকেটার মূল্য- ২০ হাজার ডলার।
ড্রাফটে নাম লিখিয়েছেন-
ইংল্যান্ড থেকে – ৯৫ জন। পাকিস্তান থেকে – ৮৯ জন। ওয়েস্ট ইন্ডিজ থেকে – ৬৬ জন।শ্রীলংকা থেকে – ৪৪ জন।আফগানিস্তান থেকে – ৩৯ জন। দ.আফ্রিকা থেকে – ৩৫ জন। এছাড়াও ড্রাফটে নাম লিখিয়েছেন ওমান, নামিবিয়া, এমনকি জার্মানির ক্রিকেটারও। বিন মোর্ত্তজা,মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ।
সবাই জানেন হয়ত তারপরেও মনে করেয়ে দিচ্ছি, ‘বঙ্গবন্ধু বিপিএল’ বা বিপিএল সপ্তম আসরে বিগত ৬ আসরের মত কোন ফ্র্যাঞ্চাইজি বা মালিক নেই। অংশগ্রহনকারী সাতটি দলই বিসিবির তত্বাবধানে পরিচালিত হবে। তবে দল পরিচালনকার ক্ষেত্রে স্পন্সররা প্রাধান্য পাবে।