রুহেল ঝড়ে দ্বিতীয় দিনেই ম্যাচ সিলেটের
১৭ নভেম্বর ২০১৯ ১৮:১০ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৮:৪০
জাতীয় ক্রিকেট লিগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনেই জয় তুলে নিয়েছে সিলেট। চট্টগ্রাম বিভাগকে ৯ উইকেটে হারিয়ে দুই দিনেই ম্যাচ নিজেদের করে নিলো দলটি।
৫ উইকেটে ১৮৬ রানে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করে সিলেট। মধ্যাহ্ন বিরতির আগেই সিলেটের ইনিংস গুটিয়ে যায় ২৩০ রানে। চট্টগ্রামের হয়ে ইরফান নেন ৬ টি উইকেট। ১২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে চট্টগ্রাম। কিন্তু এবারও রুহেল ঝড়ে বেসামাল হয়ে পড়ে চট্টগ্রাম শিবির। ১৬৫ রানে গুটিয়ে যাওয়ায় ৪১ রানের লক্ষ্যে দাড়ায় চট্টগ্রামের সামনে।
ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও জিততে খুব একটা বেগ পেতে হয়নি ইমতিয়াজ-তৌফিকদের। ৯ উইকেট হাতে রেখে ৫.৫ ওভারে দ্বিতীয় দিনেই খেলা শেষ করে দেয় সিলেট। দুই ইনিংস মিলিয়ে চট্টগ্রামের ইফরান হোসেন নেন ৭ টি উইকেট এবং সিলেটের রুহেল মিয়া নেন ১৩ টি উইকেট।
এর আগে চট্টগ্রামের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ১০৬ রান।