Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনন্য রোনালদোয় পর্তুগালের সহজ জয়


১৫ নভেম্বর ২০১৯ ১০:৪৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ১১:৫৬

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকে ৬-০ গোলে লিথুনিয়াকে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ঘরের ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে পর্তুগিজরা। ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। এরপর ২২ মিনিটে লিড দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান ৩-০ করেন পিজ্জি। ঠিক তার চার মিনিট পর নিখুঁত শটে ৩-০ এর স্কোরলাইন ৪-০ তে নিয়ে যান গনসালো। এরপর ৬৩ থেকে ৬৫ মিনিটে ঝড় বয়ে যায় লিথুনিয়ার জালে। ৬৩ মিনিটে সিলভা, ৬৫ মিনিটে রোনালদো পরপর গোল করে বিধ্বস্ত করে ফেলেন প্রতিপক্ষের শিবির। ফলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফার্নান্দো সান্তোস শিষ্যরা।

বিজ্ঞাপন

এই ম্যাচে ক্যারিয়ারের ৫৫ তম হ্যাট্রিক করলেন সিআর সেভেন। সেই সাথে পর্তুগালের জার্সি গায়ে এটি তাঁর ৯ম হ্যাট্রিক। দেশের হয়ে করেছেন ৯৮ টি গোল। আর দুটি গোল হলেই দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দেখা মিলবে আন্তর্জাতিক অঙ্গনে ১০০ গোলের মাইলফলক। এছাড়াও তিনি ভাগ বসিয়েছেন কিংবদন্তি পেলের রেকর্ডে। গত ১৩ বছরে প্রতি বছর ৩০ টির বেশি করে গোল করেছেন এই ফরোয়ার্ড। পেলের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই রেকর্ডে নাম লেখালেন রোনালদো।

ইউরো বাছাই ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল-লিথুয়ানিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর