শুরুতেই বিদায় ইমরুল-সাদমানের
১৪ নভেম্বর ২০১৯ ১০:৫৩
ইন্দোরে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তবে তার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিতে পারেননি ব্যাটসম্যানরা। দলীয় রান ১২ হতে না হতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বাংলাদেশ।
ক্রিকেট বিশেষজ্ঞরা পিচ রিপোর্টে জানিয়েছিল এই উইকেটে প্রথম কয়েক ঘণ্টা বাড়তি সুবিধা পাবেন পেসাররা। আর সেই সুবিধায় কাজে লাগিয়েছে ভারতীয় পেসাররা। শুরু থেকেই দারুণ লাইন এবং লেংথে বল করতে থাকে ঈশান্ত শর্মা এবং উমেষ যাদব। শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম তিন ওভারই মেইডেন দেন টাইগার ব্যাটসম্যানরা।
ষষ্ঠ ওভারের শেষ বলে যাবদের অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাটের কোনায় লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো রাহানের হাতে। আর ৬ রান করা ইমরুল কায়েসের তুলে দেওয়া ক্যাচ তালু বন্দী করতে একটুও ভুল করেননি আজিঙ্কা রাহানে।
পরের ওভার অর্থাৎ ৭ম ওভারের শেষ বলে ঈশান্ত শর্মার বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। আউট হওয়ার আগে নামের পাশে যোগ করেন মাত্র ৬ রান।