ইনজুরিতে সালাহ; অনিশ্চিত জাতীয় দলের হয়ে খেলা
১৩ নভেম্বর ২০১৯ ১৪:৫৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ১৫:৩৫
ইনজুরির কারণে দুটি আন্তর্জাতিক ম্যাচ থেকে ছিটকে গেলেন মিশর জাতীয় দলের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ। গোড়ালিতে চোট পাওয়ায় দলের হয়ে তিনি আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে পারছেন না বলে নিশ্চিত করেছেন মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। দুটি ম্যাচের একটি আগামীকাল কেনিয়ার বিপক্ষে, অপরটি আগামী সোমবার (১৮ নভেম্বর) কমোরসের বিপক্ষে।
২৭ বছর বয়সি এই তারকা খেলোয়াড় গেল প্রিমিয়ার লিগে ম্যান সিটির সাথে ম্যাচ চলাকালীন পায়ের গোড়ালিতে চোট পান। সেই চোট সারতে কিছুদিন লাগবে বলে জানিয়েছে ইএফএ। চোট পাওয়ায় দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই ফরোয়ার্ড।
সুত্রমতে মিশরের জাতীয় দলের সাথে অনুশীলন ক্যাম্পে তিনি উপস্থিত ছিলেন কিন্তু অনুশীলন করেননি। জাতীয় দলের হয়ে খেলা অনেকটা অনিশ্চিত হলেও খুব একটা শঙ্কা নেই প্রিমিয়ার লিগে অল রেডদের জার্সি গায়ে খেলতে। লিভারপুল আগামী ২৩ তারিখের আগে মাঠে নামছে না। আশা করা যাচ্ছে এর ভেতরই সুস্থ হয়ে যাবেন সালাহ।