বিপিএল নিশ্চিত করেছে যে পাঁচ স্পন্সর
১৩ নভেম্বর ২০১৯ ১৩:৪৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ১৫:৫২
গেল সপ্তাহে বিসিবিতে বিপিএল সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ‘বঙ্গবন্ধু বিপিএলে’ অংশ নেয়া সাত দলের পাঁচটি স্পন্সর চুড়ান্ত হয়ে গেছে। আর বাকি দু’টি দল খোদ বিসিবিই চালাবে।
কিন্তু সেদিন তিনি এটা স্পষ্ট করেননি সেই পাঁচটি স্পন্সর কারা বা কী নামে তারা জমকালো এই টুর্নামেন্টে অংশ নেবেন? তবে পাপন না জানালেও সারাবাংলা তা ঠিকই জানতে পেরেছে। বুধবার (১৩ নভেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক এক সুত্র মারফত জানা গেছে।
সুত্রটির দেওয়া তথ্যমতে, অংশগ্রহন নিশ্চিত করা ৫টি দল তাদের স্পন্সর হল:
ঢাকা নওয়াব– যমুনা ব্যাংক
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স– আখতার গ্রুপ
রাজশাহী রানার– আইপিসি
সিলেট থান্ডার্স– জিভানি ফুটওয়্যার
খুলনা (নাম ঠিক হয়নি)– মাইন্ড ট্রি
অপর দুই দু’দল কুমিল্লা ও রংপুরে স্পন্সরের দায়িত্ব সামলাবে ক্রিকেট বোর্ড।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কাউন্টডাউন শুরু হবে ৮ ডিসেম্বর। জমকালো আয়োজনে সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পর্দা উঠবে ‘বঙ্গবন্ধু বিপিএল’র। এবারের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান এতটাই জমকালো হবে যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এযাবৎকালে করে দেখাতে পারেনি। বোঝাই যাচ্ছে ইতিহাসের সেরা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাচ্ছে বিপিএল’র সপ্তম আসর।
এদিকে টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৭ তারিখে।
টপ নিউজ পাঁচ দলের স্পন্সর বঙ্গবন্ধু বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিসিবি