শেফালিতে রেকর্ড বিসর্জন শচীনের
১১ নভেম্বর ২০১৯ ১৭:০৭ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৭:০৮
ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে গড়েছিলেন এক অনন্য রেকর্ড। তার এই রেকর্ডে ভাগ বসালেন ভারতের নারী দলের ক্রিকেটার শেফালি বর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতানোর সাথে সাথে ভেঙ্গে ফেললেন তারই দেশের কিংবদন্তির রেকর্ড।
শচীন তার ক্যারিয়ারের প্রথম অর্ধশতকটি করেছিলেন ১৯৮৯ সালে; ১৬ বছর ২১৪ দিন বয়সে। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে শচীন করেছিলেন ১৮ বলে ৫৩ রান। ৩০ বছর পর সেই রেকর্ডটি ভেঙ্গে দিলেন তারই দেশের ক্রিকেটার। শেফালি রেকর্ডটি নিজের করে নেন ১৫ বছর ২৮৫ দিনে। রেকর্ড গড়ার দিন তিনি খেলেছিলেন ৪৯ বলে ৭৩ রানের ইনিংস।
কমবয়সে অর্ধশতক করার সাথে সাথে আরো একটি রেকর্ড করেছিলেন এই কিশোরী। স্মৃতি মান্থানার সাথে ওপেন করে গড়েছিলেন ১৪৩ রানের জুটিও।