Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগ ম্যাচে অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল-ম্যান সিটি


১০ নভেম্বর ২০১৯ ১৮:০৪

প্রিমিয়ার লিগে বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি।

চলতি লিগে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের জয়রথ ছুটেই চলছে লাগাম ছাড়া ঘোড়ার মত করে। লিগে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি ক্লপ শীষ্যরা। এতো জয়ের ভিতর রয়েছে মাত্র একটি ড্রয়ের বিস্বাদ। অপরদিকে ম্যান সিটি ৮ জয়ের পাশাপাশি ইতোমধ্যেই ২ হার এবং ১ ড্রয়ের স্বাদ পেয়ে গেছে। লিগের শেষ ৫ ম্যাচের একটিতেও হারেনি অল রেডরা। অপরদিকে শেষ ৫ ম্যাচে ৪ টি জয় রয়েছে আকাশি নীলদের।

বিজ্ঞাপন

মুখোমুখি পরিসংখ্যান অবশ্য এগিয়েই রাখছে অল রেডদের। নিজেদের মুখোমুখি ১৬৬ দেখায় অল রেডরা জিতেছে ৭৯ ম্যাচে। ৪২ টি ড্রয়ের সাথে ৪৫ টি ম্যাচে জিতেছে গার্দিওলা শীষ্যরা।

এই ম্যাচে জিতলে বা হারলে খুব একটা প্রভাব পড়বে না লিভারপুলের শীর্ষস্থানে। তবে এই ম্যাচ জিতলে টেবিলের ৪ থেকে ২ নম্বরে উঠে আসবে ম্যান সিটি।

ম্যানচেস্টার সিটি লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর