Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডেন টেস্টে প্রথম তিন দিনে দর্শক হবে দেড় লাখ


১০ নভেম্বর ২০১৯ ১৫:৪৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১৩:১৯

বাংলাদেশের ভারত সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। এই ম্যাচ দিয়ে দু’দলেরই গোলাপি বলে অর্থাৎ দিবা-রাত্রির টেস্টে অভিষেক ঘটতে যাচ্ছে। আর এই ম্যাচকে সামনে রেখে জোরেশোরেই প্রস্তুতি চলছে। সব থেকে বেশি প্রস্তুতি হয়তো কলকাতার দর্শকদেরই। আর তাই তো বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে ইডেন টেস্টের প্রথম তিন দিনের ৫০হাজার করে টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

বিজ্ঞাপন

ইডেন গার্ডেনসে দিবা রাত্রির টেস্ট দিয়ে গোলাপি বলে অভিষেক ঘটছে বাংলাদেশ এবং ভারতের। আর এই ম্যাচ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই দু’দলের কিছু ক্রিকেটার গোলাপি বলে অনুশীলনও শুরু করে দিয়েছেন। আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে এই টেস্ট।

সদ্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর দিবা-রাত্রির টেস্টে নিজ দেশের অভিষেক ত্বরান্বিত করেন সৌরভ গাঙ্গুলি। বোর্ডের কর্মকর্তাদের থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত সবার সঙ্গেই আলোচনায় বসেন সাবেক ভারতীয় দলের অধিনায়ক এবং বর্তমান বোর্ড সভাপতি। আর এত দিন ধরে যে দিবা-রাত্রির টেস্ট থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন ভারতীয় ক্রিকেট, সেই দিবা-রাত্রির টেস্টই শুরু করতে চলেছেন তারা।

উইকিপিডিয়া বলছে ইডেন গার্ডেনসের দর্শক ধারণ ক্ষমতা ৬৮ হাজার। তবে এর মধ্যেই ইডেনের প্রথম তিন দিনের ৫০হাজার করে মোট দেড় লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। আর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল জানিয়েছে দর্শক পরিপূর্ণ থাকবে প্রথম তিন দিনই।

দিবা রাত্রির এই টেস্ট দেখতে সৌরভ গাঙ্গুলি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেনের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করবেন দিবা রাত্রির এই টেস্ট ম্যাচের।

ইডেন গার্ডেনস ইডেন টেস্ট দিবা-রাত্রির টেস্ট দ্বিতীয় টেস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বনাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর