Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর রেকর্ডে ভাগ বসানোর দিনে রিয়ালকে টপকে শীর্ষে বার্সা


১০ নভেম্বর ২০১৯ ১৩:৩১

মৌসুমের শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেননি মেসি এবং তার দল বার্সেলোনা। দল ১১ টি ম্যাচ খেললেও দলের সাথে ছিলেন না ৪ টি ম্যাচে। তবে লিগের দ্বাদশ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোর বিপক্ষে নিজের ফিরে আসার বেশ ভালই ইঙ্গিত দিলেন কাতালান এই ফরোয়ার্ড। মৌসুমে নিজের প্রথম হ্যাট্রিকের সাথে সাথে টানা দুই ম্যাচ হারা দলকে এনে দিয়েছেন ৪-১ গোলের জয়। সেই সাথে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে দলকে নিয়ে গেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে।

বিজ্ঞাপন

ঘরের মাঠে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলো ভালভার্দে শীষ্যরা। বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস হয়ে উঠছিলেন বার্সার আক্রমণভাগের খেলোয়াড়েরা। ম্যাচের ২৩ মিনিটে স্পট কিক থেকে দলকে লিড এনে দেন মেসি।

তবে ৪২ মিনিটে স্বাগতিকদের ভুলে ভিগোকে সমতায় ফেরান লুকাস। তবে সফরকারীদের স্বস্তি খুব বেশিক্ষণ টিকতে পারেনি মেসি গ্রিজম্যানদের জন্য। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে দলকে আবারো এগিয়ে নেন লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আক্রমণের ধার বাড়িয়ে দেয় কাতালান জায়ান্টরা। ৪৮ মিনিটে প্রতিপক্ষের জাল কাপিয়ে দেন আবারো সেই মেসি। দলকে ৩-১ এ লিড এনে দেয়ার সাথে সাথে করে ফেলেন মৌসুমে নিজের প্রথম হ্যাট্রিক। সেই সাথে ভাগ বসান লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদোর করা ৩৪ হ্যাট্রিকের রেকর্ডে।

ম্যাচের ৮৫ মিনিটে সার্জিও বুসকেটস সেল্টা ভিগোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দে শীষ্যরা।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। অপরদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যাবধানে পিছিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনা মেসি রিয়াল মাদ্রিদ রোনালদো লা লিগা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর