Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাক্সওয়েলের পথ ধরলেন নিক ম্যাডিনসন


৯ নভেম্বর ২০১৯ ১৩:১৯

ম্যাক্সওয়েলের পর এবার মানসিক কারণ দেখিয়ে ক্রিকেট থেকে বিশ্রামে গেলেন অজি ক্রিকেটার নিক ম্যাডিনসন। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে পাকিস্তান এ দলের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ালেন ২৭ বছর বয়সি এই ক্রিকেটার।

তবে এই মানসিক সমস্যা নিকের জন্য নতুন কিছু নয়। ২০১৭ সালে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার পর তিনি খেলা থেকে বিরতি নিয়েছিলেন।

পার্থে সোমবার থেকে পাকিস্তানের বিরুদ্ধে দিন-রাতের ম্যাচে অস্ট্রেলিয়া এ দলে ম্যাডিনসনের পরিবর্তে এসেছেন ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। অ্যাশেজে ব্যর্থতার পর টেস্ট দল থেকে বাদ গিয়েছিলেন ব্যানক্রফট। ম্যাডিনসনের সরে যাওয়াতে দলে ঢুকার সুযোগ পেলেন তিনি।

এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে মানসিক সমস্যার কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে রয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েল ম্যাডিনসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর