Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়


৮ নভেম্বর ২০১৯ ১৭:৪২

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।  এই জয়ে ৩ ম্যাচে সিরিজ ২-০ তে জিতে নিলো অজিরা।

পার্থে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ১৫ রানে বাবর আজম এবং রিজওয়ানকে সাজঘরে পাঠান স্টার্ক। এরপর ১০০ রান তুলতেই পাকিস্তানের ৮ ব্যাটসম্যান সাজঘরে ফেরত যেতে হয়।

রিচার্ডসন, অ্যাবট এবং স্টার্কের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের ইনিংস থামে ৮ উইকেটের বিনিময়ে ১০৬ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ইফতিখার আহমেদ ৪৫। অস্ট্রেলিয়ার হয়ে ১৮ রানে ৩ উইকেট নেন কেন রিচার্ডসন।

জবাবে ব্যাট করতে নেমে ওয়ার্নার এবং ফিঞ্চের ব্যাটিং নৈপূণ্যে ৪৯ বল এবং ১০ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় আজিরা। ওয়ার্নার করেন ৩৫ বলে ৪৮ এবং ফিঞ্চ খেলেন ৩৬ বলে ৫২ রানের ইনিংস।

অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-২০ টি-টোয়েন্টি পাকিস্তান মিচেল স্টার্ক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর