Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস গড়ার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


৭ নভেম্বর ২০১৯ ১৯:০১ | আপডেট: ৭ নভেম্বর ২০১৯ ১৯:৩৪

রাজকোটে ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সমীকরণটি এমন; বাংলাদেশ হেরে গেলে তিনি ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ফেরাবে ভারত। আর যদি বাংলাদেশ জিতে যায় তাহলে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের গর্বিত ইতিহাস রচনা করবে।

সেই ম্যাচে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রোহিতদের বিপক্ষে ইতিহাস গড়ার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং আমিনুল ইসলাম বিপ্লব।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশব পন্ত, ক্রুনাল পান্ডিয়া, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, দিপক চাহার এবং খলিল আহমেদ।

ভারতের বিপক্ষে এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।

টস টি-টোয়েন্টি সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ-ভারত রাজকোট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর