Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই লাল কার্ড থেকে মুক্তি পাচ্ছেন সন


৬ নভেম্বর ২০১৯ ১৭:০৮

শনিবার প্রিমিয়ার লিগে এভারটন-টটেনহ্যামের ম্যাচে হিউয়ং মিন সনের কড়া ট্যাকেলে দ্বিখণ্ডিত হয়ে যায় প্রতিপক্ষের আন্দ্রে গোমেজের পা।  সেই ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল এই কোরিয়ান তারকাকে।

অনাকাঙ্ক্ষিত এই ফাউলে সনের পক্ষে আপিল করে টটেনহ্যাম ক্লাব কতৃপক্ষ।  তার ফাউল উদ্দেশ্যহীন প্রমাণিত হওয়ায় সবকিছু বিবেচনা করে লাল কার্ড উঠিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

গোমেজ যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন তখন কাছে গিয়ে দেখে স্তব্ধ হয়ে গেলেন সন। মাথায় হাত দিয়ে হয়তো ভাবছিলেন, ‘এ কী করলাম?’ মুখে হাত চেপে কান্নায় ভেঙে পড়লেন টটেনহ্যামের ফরোয়ার্ড। পরে কাঁদতে কাদঁতেই মাঠ ছাড়েন তিনি।

সনের ট্যাকলে গোড়ালিতে মারাত্মক চোট প্রাপ্ত হন গোমেজ। অনেকেই বলেছে, পা ভেঙে যাওয়ার ফলে হয়তো তার ফুটবল ক্যারিয়ারটাই শেষ হতে চলেছে। কিন্তু সুখবর দিয়েছে ক্লাব এভারটন। সোমবার(০৫ নভেম্বর) আন্দ্রে গোমেজের পায়ের সফল অস্ত্রোপচার হওয়ার পর আশাবাদ ব্যক্ত করেছে তারা।

ইংলিশ প্রিমিয়ার ইংলিশ প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর