Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ বছরের ব্যর্থতা ঘোচাতে বাহরাইনের পথে ফাহিমরা


৩ নভেম্বর ২০১৯ ২২:০৮ | আপডেট: ৩ নভেম্বর ২০১৯ ২২:১৪

ঢাকা: সবশেষ ২০০২ সালে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের বাধা টপকেছিল বাংলাদেশ। এরপর দেশের ফুটবলে কেটে গেছে অপ্রাপ্তির ১৭ বছর। চূড়ান্তপর্বে ওঠা হয়নি লাল-সবুজদের। প্রতিবারই হতাশার গল্প দিয়ে গেছে ছেলেদের ফুটবল। এবার আরও একবার ব্যর্থতার ঘোচানোর টার্গেট নিয়ে এই টুর্নামেন্টকে সামনে রেখে বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে ফাহিমরা।

বাফুফের একাডেমিতে তিন মাসের প্রস্তুতি সেড়ে নতুন এই চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। সাফের পর গত অক্টোবরে কাতারে তিন জাতির আমন্ত্রণমূলক ম্যাচগুলো হারলেও লড়াকু ফুটবল মানসিকতা বাহরাইনেও টেনে আনতে চান কোচ অ্যান্ড্রু পিটার টার্নার। ব্যর্থতার বেড়াজাল ছিড়ে আলোর আশা নিয়ে সোমবার (০৪ অক্টোবর) ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

এই দলকে নিয়ে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছেন কোচ অ্যান্ড্রু পিটার টার্নার। আজ (রোববার) বাফুফে ভবনে এই টুর্নামেন্টে বাংলাদেশের আশা নিয়ে টার্নার জানালেন, ‘এই দলটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি। সাফে ছেলেরা দুর্দান্ত খেলেছে। এরপর কাতারের টুর্নামেন্টেও ভালো খেলেছে। সেখানে সবার অভিজ্ঞতাটা ছিল দারুণ। আমার প্রত্যাশা বেড়েছে। আমার বিশ্বাস ছেলেরা বাহরাইনেও ভালো খেলবে। আমরা ফাইনাল রাউন্ডে যেতে চাই।’

দলের সহ-অধিনায়ক ফাহিম মোরশেদ বলেছেন, ‘আমাদের গ্রুপটা কঠিন। কোনো দলকেই সহজভাবে নিচ্ছি না। তিন মাস ধরে এক সঙ্গে আছি। আমাদের মধ্যে তাই বোঝপড়া ভালো। দলে আছেন ইয়াছিন আরাফাত ভাই, বাপ্পী ভাইদের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করি অন্তত সেরা রানার্স আপ দলের একটা হয়ে চূড়ান্ত পর্বে উঠতে পারবো।’

বিজ্ঞাপন

বাছাই পর্ব হচ্ছে ১১ গ্রুপে। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা ৪ রানার্সআপ দলের সঙ্গে স্বাগতিক উজবেকিস্তানকে নিয়ে আগামী বছর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।

৬ নভেম্বর বাহরাইনকে দিয়ে শুরু হবে বাংলাদেশের এএফসির এই টুর্নামেন্ট। ৮ নভেম্বর জর্ডানের সঙ্গে দ্বিতীয় ম্যাচ ও তৃতীয় ও সবশেষ ম্যাচে লাল-সবুজ যুবারা নামবে ভুটানের বিপক্ষে।

অ্যান্ড্রু পিটার টার্নার এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ফাহিম বাংলাদেশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর