Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিপ্টে’ আফিফ


৩ নভেম্বর ২০১৯ ২১:৩৬ | আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ০৯:৩৮

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে একা ম্যাচ জিতিয়ে ‘হি ম্যান’ খেতাব জিতেছিলেন তরুণ ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ১৩ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলায় তার ২৬ বলে ৫২ রানের ইনিংসের ঝড়ে লন্ডভণ্ড হয়েগিয়েছিল হ্যামিল্টন মাসাকাদজাদের সাজানো ইনিংস। সেই আফিফ ভারত সফরে এবার বল হাতেও কারিশমা দেখালেন। স্বাগতিকদের মাটিতে দলটির বারুদসম ব্যাটসম্যানদের বিপক্ষে করলেন দারুণ হিসেবি বোলিং। তাতে কিপ্টে খেতাব তাকে দেওয়াই যায়।

বিজ্ঞাপন

                    টাইগারদের জয়ের লক্ষ্য ১৪৯

রোববার (৩ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়মে ৩ ওভার বল করে ৩.৬৬ ইকোনমি রেটে রান দিয়েছেন মাত্র ১১টি। বিনিময়ে ১টি উইকেটও নিয়েছেন। ১৬ তম ওভারে নিজের বলে দারুণ এক ক্যাচে ফিরিয়ে দিলেন অভিষিক্ত শিবম দুবেকে।

স্টাম্পে থাকা বলটি ফ্লিক করতে চেয়েছিলেন দুবে। টাইমিং হয়নি ঠিকমতো, ব্যাটের ওপরের কানায় লেগে বল চলে যাচ্ছিল বোলারের মাথার ওপর দিয়ে। লাফিয়ে এক হাতে বল তালুবন্দী করেন আফিফ।

তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথম এই ম্যাচটিতে আফিফই বাংলাদেশের একমাত্র বোলার যার ইকোনমি রেট চারের নিচে। ম্যাচটিতে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যবহার করেছেন মোট আট বোলার। যেখানে ইকোনমি রেটের দিক দিয়ে সর্বোচ্চ রান দিয়েছেন খোদ অধিনায়ক নিজেই। ১ ওভারে দিয়েছেন ১০ রান, কোনো উইকেট নেই। বেহিসেবি বোলারদের তালিকায় তারপরেই আছেন শফিউল ইসলাম। ৪ ওভারে ৩৬ রান। মানে ওভার প্রতি ৯ করে। তবে রান দিলেও রোহিত শর্মা (৯) ও রিশাভ পান্তকে (২৭) জ্বলে ওঠার আগেই ফিরিয়ে দিয়ে কিছুটা হলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন।

বেহিসেবিদের তালিকায় তারপরেই আছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার। দুজনই ওভারপ্রতি ৯ করে রান দিয়েছেন। এদিকে মোস্তাফিজুর রহমান ২ ওভরে ৭.৫০ গড়ে ১৫ ও আমিনুল ইসলাম ৩ ওভারে ৭.৩৩ গড়ে দিয়েছেন ২২ রান। কিন্তু মোস্তাফিজ শূণ্য হাতে ফিরলেও বিপ্লব তুলে নিয়েছেন ২টি উইকেট।

তাদের এমন বিহেসেবি বোলিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের খরচায় ভারত সংগ্রহ করেছে ১৪৮ রান। জয়ের জন্য ১৪৯ রানের লক্ষ্যে বাংলাদেশ।

আফিফ হোসেন প্রথম টি-টোয়েন্টি ভারত বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর