Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে ছাড়া মানিয়ে নেবে বাংলাদেশ: লিটন


৩১ অক্টোবর ২০১৯ ১৯:২৭

নিষেধাজ্ঞায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট বোদ্ধারা সাকিব ইস্যুকে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হিসেবেই দেখছেন। সাকিব সতীর্থ লিটন দাসও সেভাবেই দেখছেন, তবে সাকিবকে ছাড়া নিজেদের মানিয়ে নেওয়ার কথাও জানালেন তিনি।

দিল্লিতে আগামী ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে টাইগাররা। তার আগে অরুন জেটলি স্টেডিয়ামে প্রথমদিনের মতো অনুশীলনে নেমেছিল বাংলাদেশ। অনুশীলন শেষে সেখানে কথা বলেন লিটন দাস। ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন ছিল সাকিবের ব্যাপারেও। গুছিয়ে উত্তর দিয়েছেন লিটন দাস।

বিজ্ঞাপন

সাকিব ইস্যুতে লিটন জানান, ‘আমরা আসন্ন সিরিজ নিয়ে চিন্তা করছি। কারণ এমন গুরুত্বপূর্ণ সিরিজে যেকোনো কিছুই ঘটতে পারে। ক্রিকেটে অনেক কিছু হয়। আমরা সাকিব ভাইকে ছাড়া খেলেছি। উনি যখন ইনজুরিতে ছিলেন, তখন তাকে ছাড়াই আমরা এশিয়া কাপে খেলেছি। সাকিব ভাইকে ছাড়া আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলব। কোনো সন্দেহ নেই সাকিব ভাই দলের সেরা ক্রিকেটার। তাকে এই সিরিজে অবশ্যই আমরা খুব মিস করব।’

ভারতের কন্ডিশনে নিজেদের সেরাটা দেওয়ার কথা জানিয়ে লিটন যোগ করেন, ‘এখানে আসার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। দেশে আমরা ট্রেনিং ক্যাম্প করেছি, এখানেও কদিন সুযোগ পাচ্ছি অনুশীলনের। তাই এই কন্ডিশনে মানিয়ে নেওয়ারও সুযোগ থাকছে আমাদের। আপনারা দেখে থাকবেন আমাদের স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার তরুণ। সবাই আসন্ন সিরিজের দিকে তাকিয়ে আছে। যারা সুযোগ পাবে দলের জন্য পুরোপুরি নিজেদের সেরাটা দিয়েই খেলবে।’

বিজ্ঞাপন

তিন ম্যাচ টি-টোয়েন্টির পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে ভারত টানা ১১টি টেস্ট সিরিজ জিতেছে। এরমধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ইডেন গার্ডেনসে, গোলাপি বলে। দিবারাত্রির এই টেস্টটি দুই দলের জন্যই প্রথম। এ প্রসঙ্গে লিটন জানান, ‘আমাদের দৃষ্টি এখন টি-টোয়েন্টি সিরিজে। আমরা দিবারাত্রির টেস্ট নিয়ে এখনই কিছু ভাবছি না। অবশ্যই আমরা টেস্ট নিয়ে চিন্তা করব, তবে আগে টি-টোয়েন্টি সিরিজ শেষ হোক।’

৩ নভেম্বর দিল্লিতে, ৭ তারিখ রাজকোটে আর ১০ তারিখ নাগপুরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে। এরপর ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, তারপরেই কলকাতা টেস্ট। বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই টেস্টের।

বাংলাদেশ-ভারত লিটন দাস সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর