Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশবাদিদের আপত্তি, গাঙ্গুলি বললেন দিল্লিতেই ম্যাচ


৩১ অক্টোবর ২০১৯ ১৪:১৩

মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে দুই বছর আগে দিল্লিতে খেলতে নেমে ‘মাস্ক’ পরতে হয়েছিল শ্রীলঙ্কান দলকে। দিল্লির অসহনীয় বায়ু দূষণের মধ্যেই এবার খেলতে নামতে হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে। এরই মধ্যে পরিবেশবাদিদের চিঠি পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা জানিয়েছেন আগামী ৩ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি যেন আয়োজন না করা হয়। এমন অবস্থায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

এই ম্যাচ দিয়েই ভারত সফর শুরু করবে বাংলাদেশ। আর এই ম্যাচের আগে দিল্লির বায়ুদূষণ তৈরি করছে শঙ্কা। ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, দীপাবলি উৎসবে দিল্লির বায়ুদূষণের মাত্রা আরও তীব্র হয়েছে। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি দিল্লিতে না করে অন্য কোনো শহরে আয়োজন করা যেত কী না-এমন প্রশ্নেরও জবাব দিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গাঙ্গুলি জানিয়েছেন, সূচিতে আগে থেকেই এই ম্যাচটির আয়োজক হিসেবে দিল্লির নামটি ছিল। সবকিছুই পরিকল্পনামাফিক হয়ে থাকে। দিল্লিতেই তাই বাংলাদেশ-ভারতকে খেলতে হবে।

এদিকে, ‘কেয়ার ফর এয়ার’ সংস্থার তরফে জ্যোতি পান্ডে ও ‘মাই রাইট টু ব্রেদ’ সংস্থার তরফে রবিনা রাজ কোহলি সৌরভকে পাঠানো চিঠিতে লেখেন, ‘দিল্লির চরম দূষণের কথা মাথায় রেখে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হোক। এমন বিষাক্ত বাতাসে ৩-৪ ঘণ্টা শারীরিক পরিশ্রম সাপেক্ষ এই খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের স্বাস্থ্যের পক্ষে হানিকর হয়ে দাঁড়াতে পারে। দিল্লির এই পরিবেশ আউটডোর গেমের পক্ষে কখনই উপযুক্ত নয়। ম্যাচের সময় হাজার হাজার সাধারণ দর্শক উপস্থিত থাকবেন গ্যালারিতে। এমন পরিবেশে শ্বাস-প্রশ্বাস নিতে তারাও অসুস্থ হয়ে পড়তে পারেন।’

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ইতোমধ্যেই দিল্লির বাতাসকে ‘খুব খারাপ’ হিসেবে চিহ্নিত করেছে। একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০, যা শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে।

বিজ্ঞাপন

এই সময়ে দিল্লিতে ম্যাচ আয়োজন করা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন থাকছে। কারণ স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নিয়েই ক্রিকেটারদের মাঠে নামতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, ‘দীপাবলির সময়ে দিল্লির বায়ু দূষণ কোন মাত্রায় পৌঁছায়, তা আমাদের জানা। কিন্তু ম্যাচটি যেহেতু আরও কিছুদিন পরে, তাই আমরা আশাবাদী, খেলোয়াড়রা স্বাস্থ্যজনিত কোনো ঝুঁকিতে পড়বেন না। বোর্ডের নীতি অনুসারে এই সফরসূচি তৈরি করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘সফরসূচি যেভাবে তৈরি করা হয়েছে তাতে বাংলাদেশ দল সরাসরি দিল্লিতে পৌঁছাবে এবং কলকাতা হয়ে দেশে ফিরে যাবে। আমরা এমনভাবে সূচিটি তৈরি করেছি যেখানে সিরিজটি ভারতের উত্তরে (দিল্লি) শুরু হবে, এরপর পশ্চিমে যাবে (নাগপুর, রাজকোট, ইন্দোর) এবং পূর্বে (কলকাতায়) গিয়ে শেষ হবে।’

টপ নিউজ দিল্লি টেস্ট বায়ু দূষণ বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর