Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনির্দিষ্টকালের বিরতি ম্যাক্সওয়েলের


৩১ অক্টোবর ২০১৯ ১৩:২১

গত বছর এক সাক্ষাৎকারে নিজের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার ব্যাপারে আভাস দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩১ বছর বয়সী এই অজি তারকা হার্ডহিটার এবার অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়া জাতীয় দলের মনোরোগ বিশেষজ্ঞ মাইকেল লয়েড এ তথ্য জানান।

এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন ম্যাক্সওয়েল। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলা এই অলরাউন্ডারকে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য ম্যাক্সওয়েলের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান ডার্সি শর্ট।

লয়েড জানান, মানসিক স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় পড়েছেন ম্যাক্সওয়েল। তিনি বোর্ডের কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করেছেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে থাকবেন ম্যাক্সওয়েল। তার প্রতি আমাদের পূর্ণ সমর্থণ থাকবে।

অস্ট্রেলিয়া বিরতি ম্যাক্সওয়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর