সাকিবকে ছাড়াও জান দিয়ে লড়াইয়ের প্রত্যয় মাহমুদউল্লাহর
৩০ অক্টোবর ২০১৯ ১৬:০৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৮:০১
ভারত সফরে যাওয়ার ঠিক আগের দিন বাংলাদেশ ক্রিকেট দলের ওপর দিয়ে বয়ে গেছে প্রলয়ঙ্করী এক ঘূর্ণিঝড়। সেই ঝড়ে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন লাল সবুজের টু-ইন-ওয়ান সাকিব আল হাসান। ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই অদম্য পারফরম্যান্সে যিনি হয়ে উঠেছেন এদেশের ক্রিকেটের অটোম্যাটিক চয়েজ। লঘু পাপে তার ওপর আইসিসিরি নিষেধাজ্ঞার খড়গ নেমে আসায় লাল সবুজের ক্রিকেট এখন অনেকটাই ছন্নছাড়া।
আর সেই ছন্নছাড়া ও টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়েই দুপুর তিনটায় ভারত সফরে গেল টিম বাংলাদেশ। যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগার টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ স্বাগতিকদের বিপক্ষে জান দিয়ে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে গেলেন।
বুধবার (৩০ অক্টোবর) মাহমুদউল্লাহ রিয়াদ যখন বিমানবন্দরে এলেন ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা ২০ ছুঁইছুঁই। তার আগে ৬ নম্বর গেইট দিয়ে একে একে প্রবেশ করেছেন টি-টোয়েন্টি স্কোয়াডের বাকি ১৩ সদস্য। অধিনায়ক কখন আসবেন, সেই অপেক্ষাতেই ছিল দেশের তাবৎ সংবাদ মাধ্যম। অত:পর তিনি আসতেই সবাই এক ছুট দিয়ে চলে গেলেন তার গাড়ির সামনে। বাইরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল কতটা দম বন্ধ করা অবস্থায় ভারত সফরে যাচ্ছেন সাকিবের জায়গায় দায়িত্ব পাওয়া এই দলপতি। কি যেন নেই! কাউকে বলতেও পারছেন না। আবার সইতেও পারছেন না!
মুখে চিরচেনা সেই স্মিত হাসি নেই। নেই চলায় স্বাভাবিক ছন্দ। কী যেন ভাবছিলেন। এভাবেই গাড়ি থেকে নেমে চেক ইনের জন্য ভেতরে প্রবেশ করতে গিয়ে সংবাদ মাধ্যমের অনুরোধে ৬ নম্বর গেইটে দাঁড়ালেন। দাঁড়িয়ে প্রথমেই নিজের নতুন দায়িত্ব নিয়ে বললেন।
‘প্রথমত আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে তা পালন করার। দেশের জার্সি গায়ে দিয়ে যখন নামব চেষ্টা করব দল হিসেবে আমরা যেন সেরাটা দিতে পারি।‘
এরপর অনুমিতভাবেই এল এক বছরের জন্য এদেশের ক্রিকেটের আকাশ থেকে হারিয়ে যাওয়া জ্বলজ্বলে নক্ষত্র সাকিব আল হাসানের প্রসঙ্গ। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগ প্রবন হয়ে উঠলেন মিস্টার কুল। ‘সবাই জানি আমাদের দলের জন্য দেশের জন্য কত বড় আঘাত। ও কত বড় খেলোয়াড় সবাই জানি। হয়ত সে একটা ভুল করেছে, কিন্তু অপরাধ করেনি। আমাদের সকলের সমর্থন তার সঙ্গে আছে। আমরা সাকিবকে ভালোবাসতাম। আশা করি ভালো বেসে যাব।‘
সবশেষে এল পরাশক্তি ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ের প্রসঙ্গ। যে প্রশ্নে তার প্রত্যয়ী উত্তর, হ্যাঁ, ভারত অনেক ভালো দল। তবে দল হিসেবে যদি আমরা সেরাটা দিতে পারি, ছোট ছোট সুযোগ যদি কাজে লাগাতে পারি তাহলে সম্ভব ভাল কিছু করা। এটা তো আমাদের নিয়ন্ত্রনে নাই। আমার কাজ হচ্ছে খেলা। এবং দেশের জন্য জান দিয়ে লড়া।‘
টপ নিউজ টি-টোয়েন্টি অধিনায়ক ভারত সফর মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান