Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সাথে গোলাপি বলে খেলবে বাংলাদেশ


২৯ অক্টোবর ২০১৯ ১৮:৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে দিবারাত্রির টেস্ট শুরু হয়েছে ২০১৫ সালে। টেস্ট ক্রিকেটকে আরও বেশি দর্শক জনপ্রিয় করে তুলতে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যেই অন্যতম দিবারাত্রির টেস্ট ম্যাচ। টেস্ট খেলুড়ে পুরাতন ১০টি দলের মধ্যে কেবল বাংলাদেশ এবং ভারত আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলেনি। তবে এবার সেই সুযোগ মিলেছে দু’দলের কাছেই। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনসে দ্বিতীয় টেস্টটি দিবারাত্রির টেস্ট খেলতে সম্মতি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি ম্যানেজমেন্ট। এ সম্পর্কে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। ওদের গােলাপি বলে অভিজ্ঞতা নেই, আমাদেরও নেই। অতএব একটি জমজমাট সিরিজ আশা করছি।‘

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ডমিঙ্গো বলেছেন, ‘আমাদের জন্য এটা বড় সুযোগ। ভারত এর আগে গোলাপি বলে খেলেনি। বাংলাদেশও খেলেনি। আমরা দুই দল সমান অবস্থায় আছি। ইডেনে দারুণ একটি ম্যাচ হবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

এর আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সম্মতির পরেই এই বিষয় নিয়ে বেশ নড়েচড়ে বসেছিল বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। নভেম্বরের শেষ সপ্তাহে ২২ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই টেস্টের। তবে এর আগে ৩ নভেম্বর দিল্লিতে, ৭ তারিখ রাজকোটে আর ১০ তারিখ নাগপুরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে। এরপর ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, তারপরেই কলকাতা টেস্ট।

গোলাপি বল টেস্ট দিবারাত্রির টেস্ট প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশ-ভারত ভারত সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর