Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে খেলতে মরিয়া জামালদের সামনে ভারতের গোকুলাম


২৭ অক্টোবর ২০১৯ ২০:১১

টানা দুই ম্যাচ জিতে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমি ফাইনাল আগেই নিশ্চিত করেছিল চট্টগ্রাম আবাহনী। তৃতীয় ও শেষ ম্যাচটা ছিল মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেখানে হেরে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী। শিরোপা পুনরুদ্ধারের পথে সেমি ফাইনাল জিততে মরিয়া জামাল ভূঁইয়ারা। দর্শকদের দারুণ জয় উপহার দিয়ে ফাইনালে যেতে চায় মারুফুল হকের শিষ্যরা।

বিজ্ঞাপন

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিতে ভারতের গোকুলাম কেরালা এফসির বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে জামাল ভূঁইয়ারা।

এর আগে প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের মিশন শুরু করে আয়োজকরা। ৪-১ ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গোলবন্যায় ভাসিয়েছে জামালের চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় ম্যাচেও জামালের কাঁধে ভর করে প্রত্যাবর্তনের গল্প লিখে আরেকটি বড় জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি। এবারও অধিনায়ক জামাল জোড়া গোল করার পাশাপাশি একটি গোল করান দারুণ পাস থেকে। শেষ ম্যাচে জামালহীন আবাহনী হারে মোহনবাগানের কাছে।

হেরেও গোল ব্যবধান পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করে শেষ চারে পৌঁছে যায় আকাশি-হলুদরা। এদিকে গ্রুপ ‘বি’ থেকে দুই জয় আর এক ড্রয়ে রানার্স আপ হয়ে সেমিতে পা রেখেছে গোকুলাম এফসি। কোনো ম্যাচই হারেনি ভারতের দলটি।

তাদের বিপক্ষে সতর্কতা অবলম্বন করেই জয় নিয়ে মাঠ ছাড়তে চায় আবাহনীর কোচ মারুফুল হক। তিনি জানালেন, ‘তারা কোনো ম্যাচ হারেনি। তাদের ম্যাচগুলো দেখেছি। বিশ্লেষণ করেছি। আশা করছি সতর্ক থেকেই আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো।’

এদিকে ভারতের দলকে সমীহ করে জয় নিয়ে ফাইনালে যেতে চায় অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘ওদের দুর্বলতা আর শক্তির দিকটা আমরা জানি। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো দর্শকদের।’

এদিকে শেখ কামাল টুর্নামেন্টের আরেকটি সেমি ফাইনাল পরেরদিন (মঙ্গলবার) রাখা হয়েছে। সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। দ্বিতীয় সেমিতে ওইদিন ভারতের মোহনবাগানের প্রতিপক্ষ মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি। ফাইনাল বুধবার থেকে বৃহস্পতিবারে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছবি: শ্যামল নন্দী

গোকুলাম চট্টগ্রাম আবাহনী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর