Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয়ার্ধের ম্যাজিক জয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি


২৬ অক্টোবর ২০১৯ ১৯:২৬

নিজেদের মাঠে অ্যাস্টন ভিয়াকে আতিথ্য দিয়ে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি স্বাগতিক ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সিটিজেনরা। অতিথিদের ৩-০ গোলে হারিয়েছে স্টার্লিং, আগুয়েরো, গুন্দোগান, ডি ব্রুইনরা।

এই জয়ে ১০ ম্যাচ শেষে সপ্তম জয় নিয়ে টেবিলের দুইয়ে উঠলো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামের দলটির পয়েন্ট এখন ২২। শীর্ষে থাকা লিভারপুল ৯ ম্যাচ খেলে আটটিতে জয় নিয়ে সর্বোচ্চ ২৫ পয়েন্ট সংগ্রহ করেছে। আগের রাতে সাউদাম্পটনকে ইংলিশ লিগের সবচেয়ে বড় ব্যবধানে (৯-০) হারিয়ে দেওয়া লিচেস্টার সিটি ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে।

বিজ্ঞাপন

প্রথমার্ধে কোনো গোলের দেখা না পাওয়া স্বাগতিক সিটির হয়ে গোলের খাতা খোলেন রাহিম স্টার্লিং। ম্যাচের ৪৬ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। ৬৫ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইন। ইকালো গুন্দোগান ম্যাচের ৭০ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন।

ম্যাচের ৭৬ মিনিটে ডি ব্রুইনের বদলি হিসেবে মাঠে নামেন ফিল ফোডেন, স্টার্লিংয়ের বদলি হিসেবে নামেন সার্জিও আগুয়েরো। আর ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে উঠে যেতে হয় অ্যাস্টন ভিয়ার ফার্নানদিনহোকে। ১০ জনের দলের বিপক্ষে অবশ্য আগুয়েরোরা আর কোনো গোল করতে পারেননি। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

ইংলিশ লিগ ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর