Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে নেই মেসি-নেইমার


২৬ অক্টোবর ২০১৯ ১৫:০৫

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের উত্তাপ-উত্তেজনায় দেখা যাবে না সময়ের সবচেয়ে বড় দুই তারকা ব্রাজিলের নেইমার আর আর্জেন্টিনার লিওনেল মেসিকে। নভেম্বরের প্রীতি ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না নেইমার। আর তিন ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় আর্জেন্টিনার দলপতি মেসিকেও পাচ্ছে না তার দল।

হ্যামস্ট্রিং ইনজুরির দরুন চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। পিএসজির ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। আর এই ম্যাচের পরই শেষ হচ্ছে মেসির নিষেধাজ্ঞা।

বিজ্ঞাপন

আগামী মাসে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে আর্জেন্টিনা এবং চারদিন পর আবুধাবিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল দলে প্রথমবার ডাক পেয়েছেন রোমা গোলরক্ষক দানিয়েল ফুজাতো, রিয়াল বেতিস ডিফেন্ডার এমারসন, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো ও অ্যাস্টনভিলার মিডফিল্ডার দগলাস লুইজ।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন, এডারসন, দানিয়েল ফুজাতো; ডিফেন্ডার: দানিলো, এমারসন, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডার মিলিতাও, ফিলিপে; মিডফিল্ডার: ক্যাসেমিরো, আর্থার, ফাবিনিয়ো, দগলাস লুইজ, ফিলিপ কুতিনহো, লুকাস পাকিতা, উইলিয়ান; ফরোয়ার্ড: দাভিদ নেরেস, রবার্তো ফিরমিনো, রিচার্লিসন, গাব্রিয়েল জেসুস, রদ্রিগো।

আর্জেন্টিনা নেইমার ব্রাজিল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর