‘নাসিরকে নিষিদ্ধ করা হয়নি’
২৬ অক্টোবর ২০১৯ ১৩:১৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ১৩:১৭
জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। তবে ক্রিকেটারদের বিদ্রোহের কারণে সেই ম্যাচটি পিছিয়ে শুরু হয়েছে শনিবার (২৬ অক্টোবর) থেকে। তবে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে অখেলোয়াড়সুলভ আচরণ করে বসেন রংপুর বিভাগের অধিনায়ক নাসির হোসেন। ম্যাচ রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করেন ম্যাচ রেফারি। তারই প্রেক্ষিতে নাসিরের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়। তবে তাকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে সারাবাংলাকে জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।
জাতীয় লিগে আজ রয়েছে দুই স্তরের মোট চারটি ম্যাচ, প্রথম স্তরের দুটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারে। একটিতে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর মুখোমুখি রংপুর, অন্য ম্যাচে লড়ছে খুলনা ও ঢাকা বিভাগ। বগুড়ায় দ্বিতীয় স্তরে মুখোমুখি বরিশাল ও ঢাকা মহানগর। রাজশাহীতে খেলছে চট্টগ্রাম ও সিলেট। আর চ্যাম্পিয়ন রাজশাহীর বিপক্ষে রংপুর বিভাগকে খেলতে হচ্ছে অধিনায়ক নাসির হোসেনকে মাঠের বাইরে রেখেই। তবে নাসিরের ম্যাচ খেলার ওপর কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপ করেনি ডিসিপ্লিনারি কমিটি। এতথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন হাবিবুল বাশার সুমন।
টেলিফোনযোগে সারবাংলাকে হাবিবুল বাশার সুমন বলেন, ‘নিষিদ্ধ কথাটি উচ্চারণ করা উচিৎ হয়নি। এই ম্যাচে তাকে রাখা হয়নি। নিষিদ্ধ করবে ডিসিপ্লিনারি কমিটি। এটা আমরা করতে পারিনা। আমি কাউকে নিষিদ্ধ করতে পারি না। ওর আচার আচরণে কোচ এবং ম্যানেজমেন্ট খুশি না তাই তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে কিন্তু নিষিদ্ধ করা হয়নি।‘
জাতীয় ক্রিকেট লিগকে অনেকে পিকনিক টুর্নামেন্ট বলে আখ্যায়িত করেন। তবে এবার বদলে গেছে সেই শিরোনাম। জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে খেলতে হচ্ছে এই টুর্নামেন্ট। তবে ভারত সফরে ডাক পাওয়া ক্রিকেটাররা অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ায় তারা এই লিগের প্রথম দুই রাউন্ডে অংশ গ্রহণ করার পর আর খেলছেন না। এ সম্পর্কে সুমন বলেন, ‘এই এনসিএলটি আমরা অনেক গুরুত্ব সহকারে নিয়েছি। কেউ এটাকে আর পিকনিক টুর্নামেন্ট যেন বলতে না পারে সেই দিকে আমরা নজর দিয়েছি। আর ক্রিকেটাররাও যেন আর পিকনিক মুডেও না থাকতে পারে সেটার দিকেই আমরা খেয়াল রেখেছি। পরের বছর এনসিএল আরও ভালো হবে বলে আমরা মনে করি।‘
ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে নাসির হোসেনকে আর সেই সাথে তৃতীয় রাউন্ডের ম্যাচে দলের বাইরে রাখা হয়েছে তাকে। তবে নাসির এই বিষয়টি বেশ সহজভাবেই নিয়েছে বলে জানিয়েছেন হাবিবুল বাশার। নাসির তার ভুল বুঝতে পেরেছে বলেও জানিয়েছন তিনি। বলেন, ‘নাসির এটাকে খুব পজিটিভ ভাবে নিয়েছে। কোচের কাছে নিজের ভুল স্বীকারও করেছে। এরপর থেকে এমন কোনো কাজও হবে না বলে কোচকে জানিয়েছে নাসির।‘
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড থেকেই প্রথম স্তরের ক্রিকেটাররা পাবেন ৭০ হাজার টাকা করে। প্রথম স্তরের ম্যাচ ফি আগে ছিল ৩৫ হাজার টাকা। দ্বিতীয় স্তরের ম্যাচ ফিও ২৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা।
জরিমানা জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টপ নিউজ নাসির হোসেন নিষিদ্ধ নন রংপুর বিভাগ বনাম রাজশাহী বিভাগ হাবিবুল বাশার সুমন