সেই ভারতকে হারিয়েই দু:স্বপ্ন কাটাতে চান সানি
২৫ অক্টোবর ২০১৯ ১৯:১৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ১৯:১৫
ভারতের বিপক্ষে ঐতিহাসিক সফরের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা হয়েছে সপ্তাহখানে আগেই। প্রায় তিন বছর পরে জাতীয় দলে সুযোগ হয়েছে বাঁহাতি স্পিনার আরাফাত সানি। শুক্রবার (২৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। ১৫ সদস্যের মধ্যে ইনজুরি থেকে ছিটকে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন আর অধিনায়ক সাকিব ছাড়া ক্যাম্পে যোগ দিয়েছিলেন বাকি সবাই। অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আরাফাত সানি।
আরও পড়ুন: ক্যাম্পে আসেননি সাকিব, এসেও অনুশীলন করেননি তামিম
তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়ে বেশ বিস্মিত ছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে কেবল বিস্মিতই ছিলেন না সেই সাথে নিজের প্রতি এবং নিজের পারফরম্যান্সের ওপর বিশ্বাসও ছিল সানির। জাতীয় দলে ডাক পাওয়া প্রসঙ্গে সানি বলেন, ‘আলহামদুলিল্লাহ, অবশ্যই সারপ্রাইজ ছিলাম। গত তিন বছর আমি অনেক ভালো ক্রিকেট খেলেছি। লক্ষ্য ছিল আমার সেরা পারফর্মটা করার, এর জন্য হয়তো আমাকে বিবেচনা করা হয়েছে।‘
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তিন বছর আগে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন সানি। সেই সাথে সব ধরনের ক্রিকেট থেকেও নিষিদ্ধ হয়েছিলেন তার বোলিং অ্যাকশনের জন্যই। তবে নিজেকে নিয়ে কাজ করেছেন, পরিবর্তন এনেছেন ত্রুটি যুক্ত বোলিং অ্যাকশনে। আর সানির সেই শেষটা হয়েছিল ভারতের মাটিতে। আবার তিন বছর পরে ভারতের বিপক্ষে তাদের মাটিতেই শুরু হচ্ছে সব কিছু নতুন করে। এ সম্পর্কে সানি বলেন। ‘তিন বছর আগে আমি ভারতে বোলিং অ্যাকশনের কারণে বাদ পড়েছিলাম, এবার সেখানে আবার সফর করছি। যহেতু অনেক দিন পর সুযোগ পেয়েছি অবশ্যই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো। আমি আমার আগের জায়গাটা ধরে রাখার জন্য যা যা করার দরকার সেটাই করবো।‘
বাংলাদেশের স্পিন কোচ হিসেবে সদ্য যোগ দিয়েছেন ডেনিয়েল ভেট্টোরি। বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করবেন আগামী ১০০ দিন। বাঁহাতি এই কিংবদন্তি স্পিনার আগামী বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন টাইগার স্পিনারদের নিয়ে। আর তিন বছর পর জাতীয় দলে ডাক পাওয়া আরাফাত সানিরা কোচ হিসেবে পাচ্ছে এই গ্রেটকে। সানি বলেন, ‘একজন কিংবদন্তি বাঁহাতি স্পিনার হিসেবে সবসময় কিন্তু আমরা ওর বোলিংটা ফলো করতাম। সে আমার এখন কোচ, আজকে তো প্রথম দিন। দেখা যাক অনুশীলন তো আরো আছে। দলের সঙ্গে আছি, তাঁর সঙ্গে শেয়ার করবো কিভাবে কি করা যায়। তাঁর সঙ্গে কথা বললে আরও উন্নতি করতে পারবো আর বেটার পারফরম্যান্স করতে পারবো বলেই মনে হয়।‘
ভারতের বিপক্ষে সিরিজ শুরু তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। আর ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে লড়াইটা যে বাংলাদেশের জন্য সহজ হবে না তা বলে দেয় সাম্প্রতি ভারতের ফর্ম দেখেই। তারপরেও ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য টাইগারদের। এ সম্পর্কে সানি বললেন, ‘ইনশাআল্লাহ। অবশ্যই আমরা জেতার জন্য যাচ্ছি, নিজেদের সেরাটাই দেব। সবারই লক্ষ্য থাকে ম্যাচ জেতার, তো আমাদের পরিকল্পনাও আছে ম্যাচ জেতার।‘
আগামী মাসের অর্থাৎ নভেম্বরের ৩ তারিখে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু এই সিরিজ। এরপর আছে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখেই শুক্রবার (২৫ অক্টোবর) অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
অনুশীলন ক্যাম্প আরাফাত সানি টি-টোয়েন্টি সিরিজ ডেনিয়েল ভেট্টোরি ভারত সিরিজ স্পিন কোচ