Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতেই বিসিবির সাথে বসতে ইচ্ছুক ক্রিকেটাররা!


২৩ অক্টোবর ২০১৯ ১৯:১৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ২১:২৭

১১ দফা দাবি দেওয়া আন্দোলনরত ক্রিকেটাররা গুলশানের একটি হোটেলে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সেখানে একটি সংবাদ সম্মেলনও ডাকেন আন্দোলনরত ক্রিকেটাররা। সেখানে নতুন করে ১৩ দফা দাবি জানানো হয়।

নিজেদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে কথা বলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ক্রিকেটাররাই নিয়োগ দিয়েছেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে এই আইনজীবী জানান, আজ রাতেই বিসিবির সাথে বসতে ইচ্ছুক ক্রিকেটাররা।

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ধর্মঘট ডাকা ক্রিকেটারদের সঙ্গে তারা বসতে রাজি। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান। গণভবন থেকে বিকেল সাড়ে ৩টার দিকে বিসিবি কার্যালয়ে ফেরেন তারা। বিকেল থেকে বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার জন্য বসে থাকলেও সাকিবরা মিরপুরে না গিয়ে গুলশানের একটি হোটেলে জমায়েত হন।

১৩ দফা বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর