Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচনায় বসেননি ক্রিকেটাররা, ডেকেছেন আরেকটি সংবাদ সম্মেলন


২৩ অক্টোবর ২০১৯ ১৭:১৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১৯:৩৪

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের কর্মকর্তারা বিসিবি কার্যালয়ে অপেক্ষায় থাকলেও আন্দোলনরত ক্রিকেটাররা কোনো আলোচনায় বসেননি। সন্ধ্যা ৬টায় ক্রিকেটাররা গুলশানের একটি হোটেলে নিজেদের মধ্যে আলোচনায় বসবেন বলে জানা যায়। সেখানে একটি সংবাদ সম্মেলনের ডাকও দিয়েছেন সাকিব-তামিমরা।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের ক্রিকেটাঙ্গনের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যান সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেল ৫টায় সেখানেই ক্রিকেটারদের সঙ্গে তার আলোচনায় বসার কথা ছিল।

বিজ্ঞাপন

ক্রিকেটকে মাঠে ফেরাতে আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও সাকিবরা সেই আলোচনায় বসেননি। বোর্ডের কর্তাদের প্রত্যাশা ছিল, নির্ধারিত সময়েই সাকিব, তামিমরা এসে আলোচনায় বসে সংকটের সুরাহা করবেন। কিন্তু, সেই আশায় পানি ঢেলে দিয়েছে আন্দোলনরত ক্রিকেটাররা। তবে, তারা যতক্ষণ আসবেন না ততক্ষণ পর্যন্ত বিসিবি কর্তারা অপেক্ষা করবেন বলেও জানা যায়।

১১ দফা আন্দোলন পাপন বিসিবি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর