প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে বিসিবিতে পাপন
২৩ অক্টোবর ২০১৯ ১৬:১৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১৬:১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের ক্রিকেটাঙ্গনের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেল ৫টায় এখানেই ক্রিকেটারদের সঙ্গে তার আলোচনায় বসার কথা। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।
পড়ুন: প্রধানমন্ত্রীর দরজা সবসময় খেলোয়াড়দের জন্য খোলা: পাপন
পিএম দপ্তরে পাপনের সঙ্গে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট দলপতি, বিসিবি পরিচালক ও কোয়াব সভাপতি নাইমুর রহমান দূর্জয়। সেখান থেকে সভাপতির সঙ্গে তিনিও বিসিবিতে এসেছেন।
তাদের উপস্থিতির আগেই উপস্থিত হয়েছেন লাল সবুজের ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালকেরা। উদ্দেশ্য একটিই, ক্রিকেটকে মাঠে ফেরাতে আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসবেন। তাদের প্রত্যাশা, নির্ধারিত সময়েই সাকিব, তামিমরা এসে আলোচনায় বসে সংকটের সুরাহা করবেন। তারা যতক্ষণ আসবেন না ততক্ষণ পর্যন্ত বিসিবি কর্তারা অপেক্ষা করবেন।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বিসিবিতে সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) যতক্ষন পর্যন্ত না আসে আমরা অপেক্ষা করব। ওদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।’
১১ দফা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন