Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ


২২ অক্টোবর ২০১৯ ২০:৩৭

২০১৯ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ভার্জিল ফন ডাইক। এই তালিকায় নেই পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তালিকায় জায়গা হয়নি গতবারের সেরা রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের।

২০১৯ সালের এই পুরস্কারের জন্য ছয় ভাগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। আগামী ২ ডিসেম্বর প্যারিসে ঘোষণা করা হবে ২০১৯ ব্যালন ডি’অর জয়ীর নাম।

বিজ্ঞাপন

গত আগস্টে মেসি ও রোনালদোকে হারিয়ে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন লিভারপুলের ফন ডাইক। আর সেপ্টেম্বরে রোনালদো-ডাইককে হারিয়ে প্রথমবারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জেতেন মেসি।

২০১৯ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:
সাদিও মানে (লিভারপুল/সেনেগাল), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি/আর্জেন্টিনা), ফ্রেংকি ডি ইয়ং (বার্সেলোনা/নেদারল্যান্ডস), হুগো লরিস (টটেনহ্যাম হটস্পার/ফ্রান্স), দুসান তাদিচ (আয়াক্স/সার্বিয়া), কাইলিয়ান এমবাপে (পিএসজি/ফ্রান্স), অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল/ইংল্যান্ড), ডনি ফন ডি বিক (আয়াক্স/নেদারল্যান্ডস), পিয়েরে-এমেরিক আউবামেয়াং (আর্সেনাল/গ্যাবন), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা/জার্মানি), ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল), আলিসন (লিভারপুল/ব্রাজিল), ম্যাথাইস ডি লিখট (জুভেন্টাস/নেদারল্যান্ডস), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), জর্জিনিয়ো ভিনালডাম (লিভারপুল/নেদারল্যান্ডস), ভার্জিল ফন ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি/পর্তুগাল), সন হিউং-মিন (টটেনহ্যাম হটস্পার/দক্ষিণ কোরিয়া), রবার্তো লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড), রবার্তো ফিরমিনো (লিভারপুল/ব্রাজিল), রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি/আলজেরিয়া), লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), কালিদু কলিবালি (নাপোলি/সেনেগাল), অ্যান্তোনিও গ্রিজমান (বার্সেলোনা/ফ্রান্স), মোহামেদ সালাহ (লিভারপুল/মিশর), এডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), মার্কিনিয়োস (পিএসজি/ব্রাজিল), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি/ইংল্যান্ড) ও জোয়াও ফেলিক্স (অ্যাতলেতিকো মাদ্রিদ/পর্তুগাল)।

বিজ্ঞাপন

২০১৬ সালে দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার জিতেছিলেন রোনালদো, ব্যালন ডি’অরও জেতেন তিনি। ২০১৭ সালেও এর পুনরাবৃত্তি হয়। ২০১৮ সালে দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার নির্বাচিত হন লুকা মদ্রিচ, ব্যালন ডি’অরও জেতেন তিনি। আর ২০১৯ সালে মেসি জিতেছেন দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার।

ফন ডাইক ব্যালন ডি অর মেসি রোনালদো

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর