Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মঘট তুলে সফরে আসবে সাকিবরা, বিশ্বাস গাঙ্গুলির


২২ অক্টোবর ২০১৯ ১০:৫৫ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ১১:৩৪

সোমবার (২২ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশের ক্রিকেটাররা। আর সেখানে ১১ দফা দাবি পেশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সামনে। এবং সেই সাথে সাকিব আল হাসানরা জানিয়ে দেন তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটেই ধর্মঘট করবে ক্রিকেটাররা।

সাকিব-তামিমদের এই সময়ের ধর্মঘটের কারণে হুমকির মুখে পড়ে চলমান জাতীয় ক্রিকেট লিগ এনসিএল। আর সেই সাথে ভারতে আসন্ন সফরও হুমকির মুখে পড়ে। ক্রিকেটারদের দাবি স্পষ্ট, ১১ দফা পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকবেন তারা। আর তাই তো ভারত সফর নিয়ে দুশ্চিন্তায় বিসিবি। এরপরেই জরুরি সভা ডেকেছে বিসিবি

বিজ্ঞাপন

ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়টি পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কানেও। তবে এই বিষয়ে তার উত্তর বেশ ঠান্ডা মেজাজেই দিয়েছেন নতুন সভাপতি। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের দাবি মেনে নিলেই ধর্মঘট তুলে নেবে বলেই আমার মনে হয়। আর ধর্মঘট তুলে নিয়ে সাকিবরা ভারত সফরে আসবে বলেই আমি মনে করি।’

ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সব থেকে ধনী এবং প্রভাবশালী ক্রিকেট বোর্ড, আর এই বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি বাংলাদেশের ক্রিকেটারদের দাবি দাওয়া নিয়ে কিছু বলতে চান কিনা এই প্রশ্নের জবাবে বলেন, ‘দেখুন এটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যকার বিষয়। এখানে আমার কিছু বলার নেই। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি আমি বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সাথে কথা বলতে পারি তবে তাদের ভেতরের কোনো বিষয়ে আমি কথা বলতে চাই না।’

বিজ্ঞাপন

আগামী মাসে অর্থাৎ নভেম্বরে ভারতের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি দিয়েই শুরু ভারত সিরিজ। ৩ নভেম্বর দিল্লীতে ম্যাচ দিয়েই শুরু হবে এই সফর। আর বাংলাদেশি ক্রিকেটারদের দাবিদাওয়া পূর্ণ না হওয়া পর্যন্ত এই সফরে যাবেন না ক্রিকেটাররা। সফর বাতিল হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে দুই দলই।

আরও পড়ুন-

** আগে কিছুই জানা ছিল না দাবি বিসিবির

** গ্রাউন্ডসম্যান-আম্পায়ারদের পাশে তামিম

** আনুষ্ঠানিকভাবে দাবি আসলে সিদ্ধান্ত নেবে বোর্ড: সিইও

** বিপিএলে পারিশ্রমিক বৈষম্যের তীব্র প্রতিবাদ মুশফিকের

** ক্রিকেটারদের ঐতিহাসিক ১১ দফা নিয়ে যা বলেছেন সাকিব

** সংবাদ সম্মেলন করে পারিশ্রমিকসহ নানা সুবিধা দাবি সাকিব-তামিমদের

১১ দফা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) সৌরভ গাঙ্গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর