সাকিবদের ধর্মঘটে কী বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড?
২১ অক্টোবর ২০১৯ ২১:৪১ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ২১:৫০
টেস্ট মর্যাদা পাওয়ার পর এই প্রথম বাংলাদেশে ক্রিকেটারদের ধর্মঘট দেখা গেল। এত বড় ঘটনা আলোড়ন তৈরি করেছে বিশ্ব ক্রিকেটে। বিসিবির নানা বিতর্কিত সিদ্ধান্ত ও দেশের ক্রিকেটের নানা অসংগতিতে অসন্তোষ প্রকাশ করে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। তাদের তুলে ধরা ১১ দফা দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটে খেলবেন না বলে জানিয়েছেন।
তাতে হুমকির মুখে পড়েছে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আগামী মাসে ভারত সফরের বিষয়টিও শঙ্কার মুখে পড়েছে। ক্রিকেটারদের মুখপাত্র হয়ে বাংলাদেশের টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক সাকিব জানান, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবে না ক্রিকেটাররা।’
এদিকে, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন জানিয়েছেন, ‘এটা কোনো খেলোয়াড় বিদ্রোহ নয়। দাবিগুলো লিখিত পেলে অবশ্য বিবেচনায় আনবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন বিসিবি। যতদ্রুত সম্ভব উদ্ভুত সমস্যা সমাধান করা হবে। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। অবশ্যই আমাদের খেলোয়াড়রা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের দাবিগুলো লিখিত পেলে বোর্ডে আলোচনা করব। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। খেলোয়াড়দের বিভিন্ন দাবি-দাওয়া বিভিন্ন সময়ে এসেছে এবং আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব তা সুরাহা করার। আজকের বিষয়টা আমাদের নজরে এসেছে। অবশ্যই আমরা বিষয়টা বোর্ডে আলোচনা করব এবং শিগগিরই সিদ্ধান্ত নেব। এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সুরাহার চেষ্টা করব।’
বাংলাদেশের ক্রিকেটারদের এবং বোর্ডের ইস্যুতে কথা বলতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। ভারতীয় গণমাধ্যম কর্মীরা তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, ‘আমি বিষয়টি শুনেছি। এটা একান্তই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপার। কিন্তু আমি বিশ্বাস করি দ্রুত এর সমাধান বের করবে তারা (বিসিবি)। এটাও বিশ্বাস করি বাংলাদেশ ভারত সফরে আসবে।’
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত কার্যনির্বাহী কমিটির এক মুখপাত্র জানিয়েছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড অপেক্ষায় থাকবে। বিসিবি এবং তাদের ক্রিকেটারদের সমস্যা সমাধানের দিকে চেয়ে থাকবে। এটা একান্তই তাদের ব্যাপার। এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো মন্তব্য করা ঠিক হবে না। কলকাতায় বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ আছে। আমরা সেটার জন্য পুরোপুরি প্রস্তুতি নেব। ঢাকা থেকে অনেক ক্রিকেটপ্রেমীরা এখানে আসবেন। আমরা আশা করব, খুব শিগগিরই তাদের সমস্যার সমধান হোক।’
উল্লেখ্য, দেশের ক্রিকেট ঠিকমতো চলছে না—এই অভিযোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা প্রায় ১২০ ক্রিকেটার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দাবিদাওয়া পেশ করেন তারা।
** সংবাদ সম্মেলন করে পারিশ্রমিকসহ নানা সুবিধা দাবি সাকিব-তামিমদের
** ১১ দফা দাবিতে ধর্মঘটে ক্রিকেটাররা, অনিশ্চিত ভারত সফর
** আনুষ্ঠানিকভাবে দাবি আসলে সিদ্ধান্ত নেবে বোর্ড: সিইও
** যে ১১ দফায় ধর্মঘট ক্রিকেটারদের
** আগে কিছুই জানা ছিল না দাবি বিসিবির
** ক্রিকেটারদের ঐতিহাসিক ১১ দফা নিয়ে যা বলেছেন সাকিব
** বিপিএলে পারিশ্রমিক বৈষম্যের তীব্র বিরোধিতা করলেন মুশফিক
** ক্লাব ক্রিকেটের নৈরাজ্যের বিরুদ্ধে সাকিব
** গ্রাউন্ডসম্যান-আম্পায়ারদের পাশে তামিম