Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সফরের নারী দল ঘোষণা


২১ অক্টোবর ২০১৯ ২০:৩৯ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ২১:২১

স্বাগতিক পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আগামীকাল (মঙ্গলবার, ২২ অক্টোবর) সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হবে সালমা-রুমানারা।

সফরে আগামী ২৬, ২৮ ও ৩০ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে খেলবে সালমা খাতুন ও তার দল। একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে ২ নভেম্বর। দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড: সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান শুকতারা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, এক্কা মন্ডল, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই: নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনি আক্তার, জান্নাত অর্থি, সাবিনকুন নাহার জেসমিন ও হ্যাপি আলম।

নারী দল পাকিস্তান বিসিবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর