Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ার্ন-অ্যাতলেতিকোর হতাশার ম্যাচ


১৯ অক্টোবর ২০১৯ ২২:০১

শুরু আর শেষের গোলে জার্মান লিগ বুন্দেসলিগায় হোঁচট খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আতিথ্য নিয়ে অগসবার্গের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। আর স্প্যানিশ লিগে অ্যাতলেতিকো মাদ্রিদ হোঁচট খেয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। নিজেদের মাঠে খেলতে নেমে ১-১ গোলে ড্র করেছে অ্যাতলেতিকো।

অগসবার্গের মাঠে খেলতে নেমে প্রথম মিনিটেই গোল হজম করে বায়ার্ন। মার্কো রিচের গোলে ১-০ তে লিড নেয় স্বাগতিকরা। ১৪ মিনিটের মাথায় বায়ার্নকে সমতায় ফেরান পোলিশ তারকা রবার্ট লেভানোডফস্কি। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিজ্ঞাপন

বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন সার্জি গ্যানাব্রি। ২-১ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করতে যাচ্ছিল বায়ার্ন। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আলফ্রেও গোল করলে অগসবার্গ ২-২ সমতায় ফেরে। এই ড্রয়ে শীর্ষে ওঠা হয়নি বায়ার্নের। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৫, অবস্থান টেবিলের তিন নম্বরে। শীর্ষে থাকা মনচেনগ্লাডবাখ এক ম্যাচ কম খেলে অর্জন করেছে ১৬ পয়েন্ট। দুইয়ে থাকা উলফসবার্গ ৮ ম্যাচে সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট।

এদিকে, নিজেদের মাঠে খেলতে নেমে ১-১ গোলে ড্র করেছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। ৩৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে লিড পাইয়ে দিয়েছিলেন দিয়েগো কস্তা। ৮২ মিনিটে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। শেষ দিকে দলটি ১০ জন নিয়ে খেললেও অ্যাতলেতিকো সেই সুবিধা আদায় করতে পারেনি।

স্বাগতিক অ্যাতলেতিকো এই ম্যাচ ড্র করায় টেবিলের উপরে উঠতে পারেনি। এই রিপোর্ট লেখা অবধি ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আপাতত বার্সা। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে গ্রানাদা আর ১৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেতিকো। ছয়ে ওঠা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ১৩।

বিজ্ঞাপন

** এইবারকে হারিয়ে শীর্ষে বার্সা

অ্যাতলেতিকো বায়ার্ন

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর