Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিখন-রিশাদকে না খেলানোয় চাকরি হারালেন দুই কোচ


১৭ অক্টোবর ২০১৯ ১৯:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ২০:০৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে লেগ স্পিনার সংকট নতুন কোন ঘটনা নয়। আন্তর্জাতিক ক্রিকেটের ৩৩ বছরেও এক জন দক্ষ রিস্ট স্পিনারও তৈরী করতে পারেনি বিসিবি। ফলে প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেটে অন্য যে কোন দলের চাইতে পিছিয়ে থাকতে হয় বাংলাদেশকে। কোন কোন ম্যাচে হতে হয় নাস্তানাবুদ। দিনের পর দিন চলতে থাকা এই দুরাবস্থা কাটিয়ে উঠতে চোয়ালবদ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

লাল সবুজের স্কোয়াডে লেগ স্পিনার সংকট কাটিয়ে উঠতে ইতোমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়্ত্রক এই সংস্থাটি। এর মধ্যে একটি হচ্ছে; বিপিএল সপ্তম আসরে (বঙ্গবন্ধু বিপিএল) প্রতিটি দলের একাদশে লেগি খেলানো বাধ্যবাধকতা। এছাড়াও জাতীয় লিগের চলতি আসরে দলগুলোর প্রতি লেগ স্পিনারদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।

বিজ্ঞাপন

কিন্তু লিগের দুটি দল বিসিবির নির্দেশিত পথে হাঁটেনি। জুবায়ের হোসেন লিখনকে দুই রাউন্ডেই একাদশ থেকে বাদ দিয়েছে ঢাকা বিভাগ। আর রংপুর বিভাগের একাদশে ঠাঁই মেলেনি তরুণ রিশাদ হোসেনের। এমন স্বেচ্ছাচারি আচরণে চাকুরি হারিয়েছেন ঢাকা ও রংপুর বিভাগের দুই কোচ; জাহাঙ্গীর আলম ও রাজন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সারাবাংলাকে নিজেই বিষয়টি জানিয়েছে ঢাকা বিভাগের কোচ জাহাঙ্গীর আলম। মুঠোফেনে তিনি বলেন, ‘আমি লিখনকে খেলাতে বলেছিলাম। কিন্তু টিম কম্বিনেশনের কারণে ওকে একাদশে নামায়নি। এটা কি আমার দোষ? টিমে তো আরও অনেকে আছে। অধিনায়ক আছে।’

সারাবাংলা জানতে পেরেছে আপনাকে বিসিবিতে ডাকা হয়েছে। কেন জানেন? জাহাঙ্গীরের ভীত সন্ত্রস্ত উত্তর, ‘হ্যাঁ, আমি জানি। আমাকে ঢাকায় আসতে বলেছে।’

বিজ্ঞাপন

আপনাকে চাকরিচ্যুত করা হয়েছে, এটা সত্যি কী না? অস্বস্তি নিয়ে জানালেন, ‘যদি করে আমার কিছু করার নেই। কেননা এটা তাদের খেলা। আমি তো আর সবকিছু করতে পারব না।’

আপনি তথ্যটি পেয়েছেন যে চাকরিচ্যুত হয়েছেন? হতাশা ভরা কণ্ঠে বললেন ‘আমাকে বলছে আজকের পরে আপনি অফ।।’

এরপরই রংপুর বিভাগের কোচ রাজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হল। কিন্তু তিনি সাড়া দিলেন না। তবে তাতে মূল তথ্য বঞ্চিত হয়নি সারাবাংলা। বিশ্বস্ত সূত্রে জানতে পারল সাবেক নারী ক্রিকেট দলও বরিশাল বিভাগের কোচ জাফরুল এহসান আজ রাতেই রংপুরের দায়িত্ব নিতে ঢাকা ছাড়ছেন। তাকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাওয়া হল, ‘আপনি যাচ্ছেন রংপুরে?’

বেশ স্বতঃস্ফুর্ত কণ্ঠেই বললেন, ‘জ্বি আমি রংপুরে যাব। শুনলাম রাজন সাহেবের নাকি কি হয়েছে।’

বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে নিঃসন্দেহে বাংলাদেশ অন্যতম শক্তিশালী একটি দল। টানা দু’বার এশিয়া কাপের ফাইনাল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং আইসিসির ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা তো সেই জানাই দেয়। কিন্তু একটি জায়গায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। আর সেটা হলো এই দলে একজন দক্ষ লেগ স্পিনারও নেই! এই বিভাগটি এখনও শূন্য। বড্ড অভাব, বলাটাও অত্যুক্তি হবে না।

রশিদ খান, কুলদীপ যাদব, শাদাব খান, ইমরান তাহির ও যুজবেন্দ্র চাহালের মতো লেগ স্পিনাররা যেখানে ক্রিকেট বিশ্বকে শাসন করছেন, সেখানে বাংলাদেশের একজন নিয়মিত লেগ স্পিনার নেই বললেই চলে। মূলত সেই সংকট উত্তরণের জন্যই বিসিবির এই পদেক্ষপ।

কোচ বহিষ্কার বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিশাদ লিখন