Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে বিদেশি কোচদের ব্যাপক সাড়া


১৭ অক্টোবর ২০১৯ ১৮:২৬

ঢাকা: দল সাতটি। কিন্তু আগ্রহ দেখিয়েছে ৩৮ জন বিদেশি কোচ। নিবন্ধিত বিদেশি প্লেয়ারের সংখ্যাও নেহায়াত কম নয়, ৩৯৩ জন। বিপিএল সপ্তম আসরের আগে ঠিক এমনই সাড়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

সবকিছু ঠিক থাকলে ৬ ডিসেম্বরই মাঠে গড়াবে ‘বঙ্গবন্ধু বিপিএল। টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হতে আগ্রহ দেখিয়েছে ৯ টি প্রতিষ্ঠান। চুলচেড়া যাচাই-বাছাই শেষে চূড়ান্ত হবে টিম স্পন্সর। আর প্লেয়ার নিলামের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিসিবিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা সংবাদ মাধ্যমের সামনে এই তথ্য উপাত্তই তুলে ধরলেন সভাপতি নাজমুল হাসান পাপন।

‘বিপিএলের আপডেট জানার জন্য আমরা বসেছিলাম। কোন অবস্থায় এসেছি আমরা। যেটা দেখলাম আজকে ৩৯৩ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে। আমরা যে সমস্ত খেলোয়াড়দের সাধারণত বিপিএলে দেখে থাকি তারা প্রায় সকলেই তালিকাবদ্ধ হয়েছে। এটা ভালো খবর আমাদের জন্য। খেলোয়াড় আগের মতোই থাকছে। এছাড়া ৩৮জন বিদেশি কোচ আবেদন করেছে যারা বিপিএলে কোচ হিসেবে থাকতে চায়। ৯টা কোম্পানি টিম স্পন্সর হতে আগ্রহী।’

বিদেশি কোচ বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর