Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিখন-রিশাদকে না খেলানোয় চটেছেন পাপন, দুই কোচ তলব


১৭ অক্টোবর ২০১৯ ১৭:৫৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১৮:৩৮

জাতীয় দলে লেগ স্পিনার সংকট কাটিয়ে উঠতে ইতোমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এর মধ্যে একটি হচ্ছে; বিপিএল সপ্তম আসরে (বঙ্গবন্ধু বিপিএল) প্রতিটি দলের একাদশ লিগে খেলানোর বাধ্যবাধকতা। এছাড়াও জাতীয় লিগের চলতি আসরে দলগুলোর প্রতি লেগ স্পিনারদের সবিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।

কিন্তু লিগের দুটি দল বিসিবির নির্দেশিত পথে হাঁটেনি। দিনের পর দিন অবহেলিত জুবায়ের হোসেন লিখনকে দুই রাউন্ডেই একাদশ থেকে বাদ দিয়েছে ঢাকা বিভাগ। আর রংপুর বিভাগের একাদশে ঠাঁই মেলেনি তরুণ রিশাদ হোসেনের।

বিজ্ঞাপন

দলদুটোর এমন স্বেচ্ছাচারী আচরণে চটেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তবে চটেই ক্ষান্ত থাকেননি, দুই বিভাগের কোচকে বিসিবিতে তলব করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিসিবিতে সভা শেষে নিজেই সংবাদ মাধ্যমকে একথা জানালেন।

পাপন বলেন, ‘এবারের এনসিএলের প্রধান ধারণাটা হচ্ছে আমরা আমাদের কিছু খেলোয়াড়কে খেলাতে চাই। যে জিনিসটা হচ্ছে না। এবারও দেখেছেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) হচ্ছে। এতকিছু বলার পরেও রিশাদ ও লিখনকে খেলানো হয়নি। আমি বলেছি এত কিছু বলার পরেও দেখছি আজকে নামেনি। তো এখানটায় কি করণীয়? এই নিয়ন্ত্রণটা কেন আমাদের হাতে নাই? তো আমরা যেটা করেছি কেন খেলায়নি? এজন্য তুই কোচকে ঢাকায় তলব করেছি, আজকেই। তাদেরকে উত্তর দিতেই হবে যে কেন তাদের খেলানো হল না?’

বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে নিঃসন্দেহে বাংলাদেশ অন্যতম শক্তিশালী একটি দল। টানা দু’বার এশিয়া কাপের ফাইনাল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং আইসিসির ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা তো সেই জানাই দেয়। কিন্তু একটি জায়গায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। আর সেটা হলো এই দলে একজন দক্ষ লেগ স্পিনারও নেই! এই বিভাগটি এখনও শূন্য। বড্ড অভাব, বলাটাও অত্যুক্তি হবে না।

বিজ্ঞাপন

রশিদ খান, কুলদীপ যাদব, শাদাব খান, ইমরান তাহির ও যুজবেন্দ্র চাহালের মতো লেগ স্পিনাররা যেখানে ক্রিকেট বিশ্বকে শাসন করছেন, সেখানে বাংলাদেশের একজন নিয়মিত লেগ স্পিনার নেই বললেই চলে। মূলত সেই সংকট উত্তরণের জন্যই বিসিবির এই পদেক্ষপ।

এনসিএল টপ নিউজ নাজমুল হাসান পাপন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর