টানা তৃতীয়, সব মিলিয়ে ষষ্ঠ গোল্ডেন বুট মেসির
১৬ অক্টোবর ২০১৯ ১৯:০০ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ১৯:৩৪
ইউরোপিয়ান ঘরোয়া লিগে সর্বোচ্চ ৩৬ গোল করায় রেকর্ড ষষ্ঠবারের মতো গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি। কেবল ছয়টি গোল্ডেন বুটই জিতেননি মেসি, সেই সাথে রেকর্ড গড়েছেন টানা তিনটি গোল্ডেন বুট জিতেও। মেসির আগে আর কেউই টানা তিনটা এবং সব মিলিয়ে মোট ছয়টি গোল্ডেন বুট জিততে পারেননি কেউই।
লা লিগার ২০১৮/২০১৯ মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়ে লিওনেল মেসি করেছেন মোট ৩৬টি গোল। গেল মৌসুমে লিওনেল মেসির সাথে টক্কর দিয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপে। এমবাপে গেল মৌসুমে করেছিলেন ৩৩টি গোল।
বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়ে সর্বপ্রথম ২০১০ সালে মেসি জিতেন প্রথম গোল্ডেন বুট। ২০০৯/২০১০ মৌসুমে লা লিগায় ৩৪ গোল করে জিতেছিলেন সেবার। এরপর ২০১২ সালে ৫০ গোল, ২০১৩ সালে ৪৬ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এরপর তিন মৌসুম হাতছাড়া হয়েছিল গোল্ডেন বুটটি। তবে ২০১৭ সাল থেকে টানা তিন বছর নিজের করে রেখেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুটটি। ২০১৭ সালে ৩৭ গোল, ২০১৮ সালে ৩৪ গোল আর ২০১৯ সালে ৩৬ গোল করে জিতেছেন এই ব্যক্তিগত অ্যাওয়ার্ডটি।
মেসির আগে টানা তিনটি গোল্ডেন বুট জিততে পারেননি কেউই। আর ছয়টি গোল্ডেন বুটও জেততে পারেনি কেউই।
ইউরোপিয়ান গোল্ডেন বুট কিলিয়ান এমবাপে টানা তৃতীয় গোল্ডেন বুট লিওনেল মেসি ষষ্ঠ গোল্ডেন বুট