টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
১৫ অক্টোবর ২০১৯ ২১:২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ২৩:৫১
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ভুটানের থিম্পুতে বাংলাদেশ-ভারত ফাইনালের নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণে বেছে নেওয়া হয় টাইব্রেকার। সেখানে ৫-৩ গোলের হারে শেষ হয় বাংলাদেশের মেয়েদের সাফ মিশন।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মঙ্গলবার (১৫ অক্টোবর) বয়সভিত্তিক এই প্রতিযোগিতার তৃতীয় আসরের ফাইনালে টাইব্রেকারে ভারতের মেয়েরা সবকটি শটে লক্ষ্যভেদ করে। এদিকে, টাইব্রেকারে প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন শামসুন্নাহার।
চার দলের এই প্রতিযোগিতায় দুটি করে জয় ও এক ড্রয়ে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ছিল। রাউন্ড রবিন লিগের খেলা শেষে ভারত ও বাংলাদেশ পেয়েছে সমান ৭ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ছিল ভারত। ফলে গত আসরের ফাইনালের দুই দলই এবারও মুখোমুখি হয় শিরোপা নির্ধারণী মঞ্চে। গত বছরের ফাইনালে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।
স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে নেপালকে হারায় ২-১ ব্যবধানে। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ফাইনালের ড্রেস রিহার্সেলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
দু’বছর আগে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মারিয়া মান্ডারা। গেল বছর নেপালে সোনালী সেই ট্রফি ছোঁয়া হয়নি ভারতের কাছে অল্পের জন্য হেরে। তবে এবার মারিয়াদের উত্তরসূরিরা সেই ট্রফি পুনরুদ্ধার করার সুযোগেই ছিল। কিন্তু এবার টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে শামসুন্নাহারদের। ২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের দ্বিতীয় আসরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
চার দেশের অংশগ্রহণে সাফের শিরোপা না পেলেও রানার্সআপ হয়ে দেশে ফিরবে বাঘিনীরা। এবারের দলটাতে যেন নতুন মুখের ছড়াছড়ি। জেএফএ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট থেকে বাছাইকৃতদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে তাদের। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নেয় ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান।