Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় বোর্ডে ‘স্বার্থের দ্বন্দ্ব’ সংকটের সমাধান চান গাঙ্গুলি


১৫ অক্টোবর ২০১৯ ০৯:৫৯

অনেকটা নাটকীয়ভাবেই ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়া হয়েছে সাবেক ভারতের সাবেক কিংবদন্তি কাপ্তান সৌরভ গাঙ্গুলিকে। চলতি মাসের ২৩ তারিখে ভারতীয় ক্রিকেট প্রধানের দায়িত্ব বুঝে নেবেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এই প্রধান। আপাতত ১০ মাসের জন্য নতুন ইনিংসের ক্রিজে থাকবেন সৌরভ। এরপর বাধ্যতামূলকভাবে চলে যেতে হবে ‘কুলিং অফে’।

দায়িত্ব বুঝে নেয়ার আগে ভারতের ক্রিকেটে ‘স্বার্থের দ্বন্দ্ব’ ইস্যু নিয়ে কথা বলেছেন গাঙ্গুলি। মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এই ‘স্বার্থের দ্বন্দ্ব সমস্যা’ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন এই ভারতের কিংবদন্তি।

বিজ্ঞাপন

নিজেও এই সংকটের মধ্য দিয়ে গিয়েছেন। আঙ্গুল তোলা হয়েছিল গাঙ্গুলির দায়িত্ব নিয়ে। এখন এই গাঙ্গুলিই বোর্ডের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্বে। তাই এ বিষয়টা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন গাঙ্গুলি।

মহারাজ বলেন, ‘দেশের ক্রিকেট বোর্ডের উন্নতিই আমার প্রধান লক্ষ্য। এখানে নিজের ব্যক্তিগত কোনও স্বার্থ নেই। এখন স্বার্থের সংঘাত ইস্যুতে ক্রিকেটারদের প্রতি মুহূর্তে চিঠি ধরানোর নতুন একটা প্রথা শুরু হয়েছে। যেকারণে অনেকেই এখন বোর্ডের পদে আসার আগে কয়েকবার সেই নিয়ে আলোচনা করে।’

‘এই মুহূর্তে আমি একাধিক যোগ্য প্রাক্তন ক্রিকেটারের নাম বলতে পারি, যারা বোর্ডে এলে আখেড়ে বিসিসিআইয়েরই লাভ হবে। কিন্তু স্বার্থের সংঘাতের অদ্ভূত দ্বন্দ্বের কারণে তারা এগিয়ে আসতে চায়না।’ যোগ করেন সৌরভ।

এর আগে ক্রিকেট অ্যাসেশিয়েশন অব বেঙ্গল (সিএবি) এর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা গাঙ্গুলি জানালেন নিজের নতুন চ্যালেঞ্জের কথা, ‘এই পদে আসার জন্য কোনও মোহ ছিল না। বোর্ডের পক্ষ থেকেই আমাকে বেছে নেওয়া হয়েছে। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’

বিজ্ঞাপন

সৌরভ গাঙ্গুলি স্বার্থের দ্বন্দ্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর